আমাদের কথা খুঁজে নিন

   

দেখাদেখি বদলে যাওয়া... তাইলে কী বদলাইল?

স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার।

আমেরিকায় কালো ব্যক্তির প্রেসিডেন্ট হইয়া ওঠায় সব বদলাইয়া যাবে! মাশাল্লাহ। যাউক। কিন্তু কালো লোকের যখন প্রেসিডেন্ট হওনের অধিকার ঘটছিল বদলটা কি তখনই হয় নাই? এখন বদল ঘটানো যায় সাদা ও পুরুষদের আমেরিকার প্রেসিডেন্ট হওনের পথ বন্ধ কইরা দিয়া।

আর চাইলে এইবার কালো প্রেসিডেন্ট কালো মানুষদের টাইট দেওয়ার কাজটি সহজেই করতে পারবে। আমেরিকার বদলাইয়া যাওয়া মানে কী? পররাষ্ট্রনীতির বদল? যুদ্ধ বন্ধ কইরা দেওয়া? এখন কি ইরাকে মার্কিন স্থাপনা থাকবে না? আশা করি বহাল তবিয়তেই থাকবে। সেখানে আমেরিকান সৈন্যের বদলে শান্তিরক্ষা বাহিনীর নামে যুদ্ধ করবে আফ্রিকা এশিয়ার মুসলিম সৈন্যরা। বদল এমনিতেই ঘাড়ে আইসা হাজির হবে। ২. আমেরিকার সবই এইখানকার পত্রিকা সম্পাদকরা পর্যন্ত কপি করতে পছন্দ করে।

কাইলকা মতি ভাই বদলাইয়া যাইতে চাইছেন। প্রথম আলো পত্রিকার দশম প্রতিষ্ঠা বাষির্কী বিশেষ সংখ্যায় দেখলাম সব ভামবৃন্দ পরিবর্তনের আশায়, বদলে দেওয়ার স্বপ্নে ছায়াকান্না জুড়ছেন! আমেরিকা বদলাইলে আপনাগো বদলানোর দরকারটা কী? দেখা গেল আমেরিকা বদলাইয়া গিয়া কইল, "হে বাংলাদেশ, আপনাকে আমরা আর শোষণ করব না। কারণ আমরা বদলে যেতে চাই। " তখন বদল প্রত্যাশী বঙ্গবাসীরা কী বলবে? "না হুজুর আমেরিকা, আপনের দেখাদেখি আমরাও বদলাইয়া গেছি, আমরা বরং এখন শোষিত হওয়ারই পক্ষে। আমগো তেল গ্যাস সব নিয়া নেন!" মাথানিচু সরকার, মাথাউল্টা রাজনীতিবিদ, মাথানিচু ব্যবসায়ী, মাথানিচু বুদ্ধিজীবীরা আমেরিকার দেখাদেখি যখন বদলাইয়া যাইতে চায় তার একটাই অর্থ: তারা নিজেরা বদলাবে।

কিন্তু নতুন কাউরে ঢুকতে দিবে না ঐ জায়গায়। প্রথম আলো পত্রিকার দশম প্রতিষ্ঠা বাষির্কী বিশেষ সংখ্যায় সেই আগের কপচানো ক্লান্ত মুখের ক্লান্ত বাণীর রিপিটেশনই দেখা গেল। কিছু নতুন মুখ আছে, দাদাদের মুখ রক্ষায় নাতিদের আগমন! বদলানোর কিছু নাই। পুরানা সংকট সমাধান করেন। সব আপনেই বদলাবে।

বদলানোর নামে আগের প্রবলেমগুলিরে পাশ কাটানোর উছিলা তৈরি হইছে। কোনো কারণ ছাড়াই, যুক্তি ছাড়াই এখন অনেক রূপ বদলে যাওয়া দেখতে হবে। জয় আমেরিকা! জয় বঙ্গবুদ্ধিজীবীদের লেজুরবৃত্তি নতুন ভড়ং! (লেখাটি এখানে ছাড়াও প্রথম আলোব্লগ ও বাংলাব্লগ বিডিনউজে সমর্পিত হয়েছে। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।