কোথায় তাকে থামতে হবে - সীমালঙ্ঘনকারী তা কখনোই বুঝতে পারে না । প্রতিটি দুর্দশার মূলে রয়েছে ব্যাক্তির বাড়াবাড়ি বা সীমালঙ্ঘন ।
বহুদিন থেকে পথ চেয়ে আছি হে অতিথী
এতোদিন পর আজ সে চাওয়ার শেষ হবে কি ?
তোমার বর্ণীল আগমন পথ
ফুলেতে ফুলেতে শুভিত ।
তোমার আগমন বার্তা আমার কাছে
অনেক স্বপ্নের মাঝে সুচীত ।
হে অতিথী
জীবন পথে অনিবার্য তুমি জীবনের প্রয়োজনে
তাই কি আসতেছ এবার এত আয়োজনে ?
প্রতিক্ষার দিন শেষ হবে এ বসন্তে
স্বপ্নের সেই সুর্য উঠবে কোন এক প্রভাতে।
তোমাকে সাথী করে হে পথের সাথী
পাড়ি দেবো জীবনের যেটুকু বাকী ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।