বাসায় আজকে একজন নতুন সুন্দরী অতিথী এসেছে!!! পালিয়ে আশা অতিথীটি কিছু দিন থাকবে বাসায়!!! কিন্তু কথা হইছে গিয়া তা না কথা হইলো গিয়া আমার রুমমেট গুলা সব প্রেমে পইরা গেসে ওর সে কি প্রেম!!! আসার পর থেকেই ওর দেখা শুনার দায়িত্ব নিজের কাধে নিয়ে নিছে ওরা... কেউ খাবার বাড়িয়ে দেয় কেউ মাথায় হাত বুলিয়ে দেয়, না দেখলে বিশ্বাসই করবেন না এত খাতির যত্ন!!! যাই হোক এতক্ষন এ নিশ্চই অনেক কিছু ভেবে বসে আছেন, Bachelor পোলাপান এর বাসায় কেন এই সুন্দরীর আগমন??? আরে এই সুন্দরী একটা সুন্দর সাদা পায়রা বৃষ্টিতে ভিজে বাসায় চলে এসেছে... বাসার সবাই তো পাখি প্রেমী তাই আশা করছি তার যত্নের অভাব হবে না এটা লিখার সময় ওর একটা নামের খুব প্রয়োজন অনুভব করছিলাম... এখন থেকে তো ও আমাদের এই একজন আচ্ছা কি নাম রাখা যায় ওর বলুন তো??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।