আমাদের কথা খুঁজে নিন

   

তোমাকে যে নামেই ডাকি

আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। তারা হাসে।তাদের হাসির জন্যে আমি লিখি 'সবকিছু হাসির বিষয় নয়' তারা হাসে না! তবু আমি লিখব।

ফুলের নামে যখনই তোমাকে ডাকি সুবাস ছড়িয়ে পড়ে গাছে-গাছে সবুজ পাতায় দোল খায় পরাগের সুখ কাঁটাগুলো মুখ লুকোয় নিজের কাছে পাখির নামে যখনই তোমাকে ডাকি মেঘকণা মিলেমিশে আকাশে ডানা ঝাপটায় বৃষ্টির উল্লাস হুল্লোড় তোলে মাটিতে মাটির অবুঝ হৃদয় ভিজে সবুজ হয়ে যায় নদীর নামে যখনই তোমাকে ডাকি সব মাছ বন ময়ূরীর মত নেচে ওঠে স্রোতের বুকে সূর্যের হাসি বিজলীর মত চমকায় হাঙরের দাঁত ভাঙে পাথরে মাথা কুটে তোমাকে যে নামেই ডাকি তুমি আমার হয়ে যাও তোমাকে যেখানেই দেখি দৃষ্টি সতেজ হয় আমার ভাব-অনুভবে তুমি এতই জীবনময়ী দখিনা বাতাস বুঝি শুধু হৃদয়েই বয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.