সৃষ্টিকর্তার সকল অপূর্ব সৃষ্টির মাঝে একমাত্র খুঁত সম্ভবত তাঁর সেরা সৃষ্টি ...
কিছু দিন আমাকে আমার এক সহপাঠী আমাকে একটা বেশ বিস্ময়কর জিনিস দেখাল। আমি একজন সংশয়বাদী মানুষ। আস্তিকও নই আবার নাস্তিকও নই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেও ধর্মকর্ম নিয়ে আসলে চিন্তাটিন্তা করি না। আমার বণ্ধুটি আমার পিসি তে গুগল আর্থ থেকে কিছু চমক লাগানো জিনিস দেখাল আমাকে।
সে আমাকে দেখাল যে গুগল আর্থ এ কাবা শরীফের স্যাটেলাইট ফটো টি মোটামুটি পৃথিবীপৃষ্ঠের ১৭৫ কি.মি উপর থেকে দেখলেও কাবা শরীফের অবস্থান ঠিকই চিহ্নি করা যায়। কারণ আশ্চর্যজনকভাবে স্যাটেলাইটের ঠবিতে কাবা শরীফের অবস্থানে এক অস্বাভাবিক শুভ্রতার ছটা দেখা যায় যা কিনা ১৭৫ কি.মি. উপর থেকেও সহজেই চিহ্নি করা যায়। অথচ আমার জানামতে কাবা শরীফে এরকম শুভ্রতাসৃষ্টিকারী কোন কিছু আছে বলে জানা নেই। কেউ যদি এই ব্যাপারটার কোনরকম বৈজ্ঞানিক ব্যাখ্যা জানেন তবে দয়া করে পোস্ট করুন। আর আমিও বিভিন্ন উচ্চতার কাবা শরীফের ছবিগুলো দিয়ে দিচ্ছি।
এটা ১কিমি ওপর থেকে কাবার ছবি। শুভ্রতাটা লক্ষ্য করুন।
এটা ৪০ কিমি ওপর থেকে। এখনো ভালভাবেই কাবা দৃশ্যমান।
১২০ কিমি! এখনো কাবা দেখা যাচ্ছে!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।