আমাদের কথা খুঁজে নিন

   

শিরোনাম দেওয়ার কোন ইচ্ছা নেই

আমি সবার সাথে আছি .............

তুমি দ্ব্যা ভিঞ্চির মোনালিসা, নাকি রোমিওর জুলিয়েট আমার ভুল অনুভূতি ওরা কেউ তোমার মতো নয়। তুমি বোধহয় বনলতা; পার্বতী মহুয়া মলুয়া, রজকিনী কিংবা কঙাবর্তীর মতো, না না আরও উধ্বে তোমার উপস্থিতি তুমি সুস্মিতার মতো পৃথিবী খ্যাত নারী আমার মনে হয় আমি ভুল করছি আবারও তুমি হলে স্বরতী দেবী সুনিপুন কারু কার্যে গড়া পাথর মুর্তির মতো সযতেœ শোকেসে রাখা। এই দেখ দিক ভ্রাšেতর মতো আবারও ভুল হল আমার তুমি দেবী হতে যাবে কেন ? শ্বেত পদ্মের মতো কোমল হৃদয় তোমার যৎসামান্য আচঁরেই রক্তরণ হয়। তোমার ওষ্ঠ টোটের বিস্মিত হাসির কাছে রজত জ্যোৎস্নাও ম্রিয়মান মুখ ঢাকে কাঁপা কাপাঁ লজ্জ্বায় তুমি পিন্সেস ডায়না, কিউ পেট্টা অথবা মেরিলেন মনরো দেখ কি বোকা আমি তাদের মতো হতে যাবে কেন তুমি তুমি নজরুলের নার্গিস, রবিঠাকুরের লাবণ্য, সুনীলের নীরা তুমি শুভঙ্করের নন্দিনী কিংবা সত্যজিতের নাইকা হতে বৈকি আসলে ওসবের কিছু নও তুমি মিথ্যে মরিচিকা ভ্রান্ত ধারণা মাত্র স্বর্গ; মর্ত পাতালে কোথাও নেই উপমা তোমার তোমার উপমা কেবল আমার লোম বুকের কোমল ত্বকের গভীরে যেখানে থাকে দিগšেতর মতো প্রশাšত রক্তাক্ত হৃদয় তাইতো প্রতিমুহুর্তে তোমার উপস্থিতি টেরপাই আর উষ্ণ রক্তে সিক্ত য়িষ্ণু হৃদপিন্ডের ভাজে ভাজে তুমি ঠিক আমার ভালোবাসান ধন্য অনন্য একটা হৃদয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।