কিছু নিজের লেখা আর কিছু নেট থেকে ঘষামাজ়া করা, কেউ অন্য কোথাও লিখতে চাইলে প্লিজ জানাবেন ©
এই কাজটি খুব সুন্দর করে আরেকজন ব্লগার করতেন। উনি মনে হয় ব্যস্ত আছেন,অথবা এ ব্যাপারে উৎসাহ হারিয়েছেন। তাই ,আজকে আমি নিজেই একটা পোস্ট দিলাম। হয়তো আপনাদের খারাপ লাগবে না।
ব্লগে এতো সুন্দর ,মায়াবি,বৈচিত্রপূর্ণ পোস্ট আছে , যা আমি কোনো পত্রিকার পাতায় পাই নি।
আর তাই মনে হয় ব্লগের পাতা প্রাণ ভরে উপভোগ করি। আর কিছু মন্তব্য এতো সুন্দর,তীক্ষ্ণ ,পর্যবেক্ষণ এতো অসাধারণ,এমনকি মন্তব্যের পাল্টা মন্তব্য এতো যুৎসই,সত্যিই অবাক না হয়ে পারিনা। আজ প্রায় হাজার খানেক মন্তব্য পড়লাম- কোনটা রেখে যে কোনটা চয়ন করি। এতো সুন্দর সুন্দর কথামালা। মনে হলো বাংলা ভাষার এক অফুরন্ত ভান্ডার।
কিছু মন্তব্য খুব ভাবগম্ভীর ,আবার কিছু খুবই হাস্য রসাত্মক। সব মিলেই আজকের এ পোস্ট। নাতিদীর্ঘ হবে মনে করে-আজ শুধু ছ'টি দিলাম। বাকি গুলো পর পর দিবো আশাকরি। যদি সাড়া পাই।
১। সামুদ্রিক ঝর সবসময় স্ত্রী লিঙ্গ হয় কেন?--------পোস্ট /সৌম্য
"ভাইজান মনে লয় অহনতরি বেহা করেন নাইক্কা!
বেহা করেন আগে,
তাহার ফরেই বুজবেন জেনানালোকের লগে ঝড়ের কি মিল আছে। "----মন্তব্য/আরিফুর রহমান।
২। এইসিমেট্রিক------------------------------পোস্ট /নুশেরা
"জোছনার রুপালি আলোর ভিতর দিয়ে নিয়ে এসে, একেবারে নির্জনে অবশেষে ছুরি বিঁধিয়ে দিলেন?"----------------মন্তব্য/বিহংগ।
৩। তোতা মিয়ার ছাগ নিবন্ধীকরন---------------পোস্ট /আরিফ জেবতিক
"তোতা মিয়া বেশী তোতাইলে কিন্তু সব তিতা হইয়া যায়। " মন্তব্য/নাবলাকথা।
পাল্টা মন্তব্য----হ , এজন্য একজন মিঠা মিয়া খুঁজতেছি । আপনি কি সেই দায়িত্ব নিতে রাজী ?-------আরিফ জেবতিক।
৪। টরন্টো তসবির-------------পোস্ট/ফরিদ
"ইষ্ট লণ্ডন থুইয়্যা বাংলা লেখা খুজঁতে বিমিংহাস যাওন লাগে নিকি!!
বৃক লেনের এক মাথা থ্যাইক্কা ছবি তুলতে তুলতে আরেক মাথায় গেলে বাংলা লেখা ছবি দিয়া ব্লগ পোষ্টাইয়া হায়েষ্ট ব্লগার হইতে একদিন লাগবো "
-----------------------------মন্তব্য/থার্ড আই।
৫। যায় না পোড়ানো ভালোবাসা-------পোস্ট/শেখ জলিল
"শুনেছিলাম ভালোবাসা নাকি পুড়ে খাটি হয়, আর কবি আপনি বলছেন যায়না পোড়ানো ভালবাসা!!!"---------মন্তব্য/মিরাজ
৬। নিখুঁত পৃথিবীতে স্বাগতম----------পোস্ট/অরণ্যচারী
"আপনার নিখুঁত পৃথিবী কয়েকদিন পরেই আর নিখুঁত থাকবে না।
'নিখুঁত' ব্যাপারটা প্রকৃতিবিরুদ্ধ। এই 'নিখুঁত' রূপটি ভেঙে পড়ে যেদিন বিশৃঙ্খল হয়ে পড়বে সবকিছু, সেদিন আরেকবার নিমন্ত্রণ জানাবেন, প্লিজ। "
----------মন্তব্য/আহমাদ মোস্তফা কামাল
লম্বা ভূমিকার জন্য দুঃখিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।