[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
এক বন্ধু আজকেই বলছিল যে কথা এক তার সারমর্ম হলো
টাকার সাথে পারফরম্যান্স সমানুপাতিক , মানে একটা বাড়লে আরেকটা বাড়ে আর ভাইস ভার্সা।
বক্তব্য র উপজীব্যতা ছিল আইসিলের ২০ ২০ চ্যামি্পয়ান শীপে আমাদের এক সোনার টুকেরা ছেলে, অলক কাপালীর চোখ জুড়ানো সফলতম পারফরম্যানস। তার সেই পারফরম্যান্স আমরা জাতীয় টীমের খেলায় পাইনা।
কিন্তু কেন?
তবে কি জাতীয় টীমে খেলতে খেলোয়াড়দের কোন বাড়তি চাপ কাজ করে নাকি সেই টাকার সমানুপাতিক সূত্র ?
ছবির চার্টে দেখুন ..অলকের সুপার পারফরম্যান্স আইসএল এর ২০ ২০ তে।
আরো দেখুন ঐ চার্টে আমাদের আরো দু সোনার ছেল আফতাব আর নাফিসের অবস্থানো ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।