যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানী প্রকাশ্য পথে হত্যার প্রতিশোধ চায়না আমি তাদের ঘৃণা করি
স্বপন যদি মধুর এমন
হোক সে মিছেই কল্পনা
জাগিও না আমায় জাগিও না......
সেগুন টেবিলে শোয়ানো হাত
মেহগনি রুলে জড়বৎ মাংশ পিন্ড
মধুর স্বপন ভেঙ্গে খান খান
জাগরণে কাটে দীর্ঘ রজনী
আলিঙ্গনে শত পরী তবু ঘুম
আসে না প্রখর দগ্ধ দিনে
শ্যামল নিবীড় শ্রান্ত নিশীথে
কড়িকাঠে পা ঝুলন্ত শরীর
উল্টো পৃথিবী উল্টোই থাকে
চাওয়া-পাওয়ার সোজা হিসেব
পলকে মিটিয়ে দেয়,কেননা টানা
সাতটি প্রহর ঝুলে থাকা মানুষ
কতটা রক্ত উগলে দিলে পরে আসে
সেই স্বপন দেখার কাল,জাগরণের
কি-বা শক্তি স্বপন দেখায় তারে?
স্বপন দেখায় অপরাধ ছিল,ছিল
সীমাহীন অবজ্ঞা তামাম নিয়মে
সমগ্র চরাচরে শেখানো কানুনে।
আমি জাগ্রত চোখে স্বপ্নদেখেছি
আমি মধুর স্বপ্ন ভাঙ্গতে দেখেছি
নখের ভেতর ছুঁচ চালানো নীল
হওয়া মুখে স্বপ্ন মেখেছি,কড়িকাঠে
ঝুলে সাতটি প্রহর উগলে দিয়েছি
রক্ত যা ছিল সাধের জীবনে
ফ্যাকাসে শরীর মৃদু দোল খায় আর
শেষ আশাতে কান পেতে রয়.......
কোথাও কি কেউ কেঁদে কেঁদে গায়.....
স্বপন যদি মধুর এমন
হোক সে মিছেই কল্পনা
জাগিও না আমায় জাগিও না...........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।