আমাদের কথা খুঁজে নিন

   

দিলু নাসের এর প্রেমের কবিতা- হেমলক



আমি তো দেখিনি সাগর কখনো অথবা দেখিনি পাহাড়ও এ-জীবনে আমি পাইনি কখনো উষ্ণ আদর কাহারও এ-জীবন ছিলো ধু-ধু প্রান্তর শুধু বালি আর ধুলো বহু বসন্ত এলো আর গেলো ফুটেনি একটি ফুলও ক্লান্ত শরীরে ঘুরতে ঘুরতে জীবনের মাঝ প্রহরে তোমার সঙ্গে দেখা হয়ে গেলো ভূ-মধ্য সাগরে সাগরের নীল জল তরঙ্গ এলোমেলো বাতাসে নতুন পরশ জাগালো আমার মনে আর নিঃশ্বাসে ইতিহাস খ্যাত প্রাচীনতম আফ্রোদিতির গ্রীসে আমার শরীর রাঙালে যে তুমি সে কোন অচেনা বিষে সে বিষের বানে এখানে এখনো আমি যে জর্জরিত নিজের কাছে নিজের শরীর লাগে যে অপরিচিত পাইনা যে ভেবে ভাগ্য আমার কেন এতো প্রতারক রমনীর রুপে তুমি এসেছিলে বিষাক্ত হেমলক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।