আমাদের কথা খুঁজে নিন

   

তুলসী দাশ-এর একটি চৌখুপি

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান। রবীন্দ্রনাথ

হিন্দিভাষী কবি তুলসী দাশের জন্ম বর্তমান ভারতের বান্দা জেলার রাজাপুরে। রাজাপুর জায়গাটা যমুনা নদীর দক্ষিণে। সময়টা ১৫৩২ খ্রিস্টাব্দ।

উত্তর ভারতে তখন মুগল সম্রাট হুমায়ূনের শাসন। সে যাহোক। কবি হিসেবে তুলসী দাশের খ্যাতি কিন্তু রামায়নের নতুন এক ভাষ্য রচনার জন্য। ভাষ্যটির নাম “রামচরিতমানস। ” ইংরেজিতে, " the Lake of Rama's deeds," রামচরিতমানস সম্বন্ধে বলা হয়- ... is perhaps better known among Hindus in upper India than the Bible among the rustic population in England . এক কথায়- রবীন্দ্রনাথকে নিয়ে বাঙালিরা যেরকম আনন্দ-গৌরব বোধ করে-হিন্দীভাষীরা তেমনি তুলসী দাশকে নিয়ে বোধ করে আনন্দ-গৌরব ।

তুলসী দাশ চৌখুপিও লিখতেন। চৌখুপি কি? চার লাইনের পদ্যকে হিন্দিতে বলে চৌখুপি। তুলসী দাশ-কৃত নিচের এই অসাধারণ চৌখুপিটি দীর্ঘকাল আগে পড়েছিলাম। মাত্র চারটি চরণে জীবন-জগতের এরকম বিশাল সত্য প্রকাশিত হতে দেখে প্রচন্ড বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়েছিলাম আমি। কেননা, তুলসী দাশ লিখেছেন- পহেলা প্রহর মে সবকোই জাগে।

দুসরা প্রহর মে ভোগী; তিসরা প্রহর মে তস্কর জাগে, চৌঠা প্রহর মে যোগী! তুলসী দাশকে, এই কবিদের দেশ থেকে, প্রনাম।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.