আমাদের কথা খুঁজে নিন

   

সাংবাদিকরা ধোয়া তুলসী পাতা.... ১

আমি কোনকিছুই সু-ভাবে প্রকাশ করতে পারি না। এই বাংলাদেশে আর যারাই দোষ করে থাকুক না কেন শুধুমাত্র একটি পেশার লোকদের কোন ভূল হয় না; তারা হলেন সাংবাদিক। তারা যাই করেন তাই ঠিক। আসুন তাদের সুন্দর দেশ বদলে ফেলার একটি কাহিনী দেখি.... সে সময় দেশের একটি পত্রিকায় তাঁর (ড. ইউনূস) বিরুদ্ধে অশালীন, অসত্য ও অরুচিকর প্রচারণা চলছে প্রতিদিন। পত্রিকার সম্পাদক আমার পরিচিত, আমি তাঁকে ড. ইউনূসের একজন গুণমুদ্ধ হিসেবে জানতাম। একটি অনুষ্ঠানে আমার পাশে তিনি খেতে বসেছেন। নানা তর্কবিতর্ক চলল ড. ইউনূসকে নিয়ে। আমি কিছুতেই তাঁর বিরাগের কারণ বুঝতে পারছি না। একপর্যায়ে ক্ষুদ্ধ তিনি স্বগতোক্তির মতো করে বলেন, ‘নোবেল পেয়ে মাথায় ওঠে গেছে, আমার রিপোর্টার দিনের পর দিন ঘুরেছে, আমাদের স্বাক্ষাৎকার দেওয়ার সময় নেই তার। তারে আমি কি করি দেখেন না!’ --- আসিফ নজরুল, প্রথম আলো, ২৭/৭/২০১২ উপরোক্ত কাহিনীটি অবশ্যই মিথ্যা হয়ত.. সাংবাদিকরা এমন করতে পারেন নাকি আবার?????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.