আমাদের কথা খুঁজে নিন

   

কবিয়াল



হঠাৎ করেই কি যে হলো ৃদয়(heart) ফুরে বেরিয়ে গেল। হঠাৎ করেই জানতে পেলাম ৃদয় মাঝে তুমি ছিলে। হঠাৎ করেই শুন্যতা খেলো- সবটুকু আমাকে। হঠাৎ করেই বিষিয়ে গেল সবটুকু মন। ।

হঠাৎ করেই বুঝতে পেলাম ভালোলাগা চিরস্থায়ী, আর- ভালোবাসা ক্ষনস্থায়ী। হঠাৎ করেই শিখে নিলাম সত্যকে অস্বীকার করা। হঠাৎ করেই শিখে নিলাম অতি সহজে স্মৃতিভোলা। হঠাৎ করেই কবি হলাম হঠাৎ করেই কস্ট পেলাম। হঠাৎ করেই স্বীকার করলাম- কবিদের ৃদয় থাকে না।

নিয়ে যায়, সেইসব মানবী- যারা তৈরি করে নতুন নতুন কবিয়াল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।