আমাদের কথা খুঁজে নিন

   

কবিয়াল রমেশ শীল



কবিয়াল রমেশ শীলের জন্ম চট্রগ্রাম জেলার গোমদন্ডী গ্রামে। আঠারো-ঊনিশ শতকে কোলকাতা ও শহরতলিতে কবিগান ও কবিয়ালদের উদ্ভব হয়। ঊনিশ-বিশ শতকে চট্টগ্রামের রমেশ শীল, বরিশালের মুকুন্দ দাশ এবং মুর্শীদাবাদের শেখ গুমানী ছিলেন তাঁদের উত্তরসুরি। তাঁরা প্রত্যেকেই স্বভাব কবি ছিলেন, গানের আসরে তাত্ক্ষনিকভাবে গান রচনা করে গাইতেন। কবিয়াল হেসেবে রমেশ শীলের খ্যাতি আঞ্চলিক সীমা ছাড়িয়ে বাংলার সর্বোত্র ছড়িয়ে পড়ে। তনি ১৯৪৫ সালে কোলকাতায় অনুষ্ঠিত 'নিখিল বঙ্গ প্রগতিশীল লেখক ও শিল্পী সম্মেলন' উপলক্ষে আয়োজিত কবির লড়াইয়ের আসরে শেখ গুমানীকে পরাজিত করে শ্রেষ্ঠ কবিয়ালের মর্যাদা লাভ করেন। আমাদের বাংলার ঐতিহ্য এসব কবিয়ালদের ভুলে গেলে চলবেনা যারা বাংলা সংস্কৃতি প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে অপরিসীম ভূমিকা পালন করেছেন এবং সমৃদ্ধ করেছেন বাংলার বহু ঐতিহ্যকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।