অন্জলি-----
তুমি কি পড়েছো কভু রবীন্দ্রনাথ
নজরুল .শর্ৎ এর রচনাবলি
পড়েছো কি বিষনু:দে -জীবনান্দ
অথবা সুকান্তের কবিতাবলি -
অন্জলি-----------।
পড়েছো কি কভু তুমি শামসুর রাহমান
আল- মাহমুদ .গূন .আবুল হাসান
যদি পড়ো তবে কোন কথা নেই
এ হ্রদয় দেবো আমি তোমাকেই
তোমার জন্য আমি দিতে পারি-
আমার সকল সুখ জলান্জলি=====
অন্জলি----------।
পড়েছা কি গাফ্ফার চৌধুরী আর
সৈয়দ শামসুল হক আবুল বাশার
পড়েছো কি বন্কিম .বিভূতিভূষন
যদি পড়ো তবে দেবো তোমাক এ -মন
তোমার জন্য আমি লিখতে পারি
প্রেমের হাজার পদাবলি-------
অন্জলি--------------
লন্ডন । ২৫অক্টোবর ২০০০৮ রাত ৯টা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।