আমাদের কথা খুঁজে নিন

   

সাইকেলের গ্যারেজ !!!



এক বন্ধু মাঝে মধ্যে আমার কাছে আইসা নানাবিধ ব্যবসার আলাপ করে, এইটা করলে ক্যামন হয় ওইটাতে অই প্রবলেম, সুবিধা অসুবিধা। সব কথার শেষ কথা হয়, সবই তো বুজলাম দোস্ত কিন্তু টাকা তো নাই। অন্য কেউ হইলে এই গল্প এইহানেই শেষ হইত। টাকাই নাই হুদাই ব্যবসার আলাপ বাদ দে দোস্ত, বইলা শেষ কইরা দিত। কিন্ত গল্পটা আমার আর আমার বন্ধুর তাই গল্প আরও গড়ায়।

বন্ধু মাঝে মধ্যেই ফোন দেয় “কিরে পাইলি কিছু... নতুন কোন আইডিয়া” আমি বিরস সরস যে সময় যেমন থাকি তেমন উত্তর দেই। ৩/৪ দিন আগে এক বিকালে বন্ধু ফোন দিয়া যথারীতি জিগায় “কিরে পাইলি কিছু... আমিও দেরি না করে কইলাম দোস্ত সেইরাম এক আইডিয়া আইছে... এই ব্যবসা করলে তুই লালে লাল। আবার মূলধনও তেমন লাগবে না। বন্ধু কয় কচ কি দাড়া আমি এহনি আইতাছি বইলা ফোনটা কাইটা দিয়া আধা ঘণ্টার মধ্যে হাজির। আইসাই কয় কি ধান্দা ক।

আমি পুরা তব্দা খাইয়া মুখে কইলাম আচ্ছা আইছ আগে চা বিড়ি খা তারপর আস্তে ধীরে কই। চা বিড়ি খাইতে খাইতে মাথার মধ্যে একখানা বুদ্ধি খেইলা গেল। আমি চায়ে শেষ চুমুক দিতে দিতে শুরু করলাম – শোন ঢাকা শহরে সাইকেলর সংখ্যা দিন দিন বাড়তাছে। বন্ধু কয়- হুম। -সামনে আরও বাড়বে বন্ধু কয়- হুম।

- তার মানে সাইকেলের ব্যবসা রমরমা? বন্ধু কয়- হুম। -আচ্ছা তোর পক্ষে তো সাইকেলের দোকান দেয়া সম্ভব না তাই না? বন্ধু কয়- হুম। আমার কাছে তো এত টাকা নাই। - তাইলে তুই এক কাজ কর, তুই একটা সাইকেলের গ্যারেজ খুইলা ফালা। এইবার বন্ধু চায়ের চুমুক রাইখা আমার মুখের দিকে কিছুক্ষণ তাকাইয়া থাইকা কইলো- ব্যাটা তুই মশকারি করার লাইগা আমারে এদ্দুর আনলি? আমি এইবার হাসি চাইপা না রাইখা কইলাম- দ্যাখ দেশে এখন এত অত্যাধুনিক সাইকেল আইতাছে চলতাছে কিন্তু কোন অত্যাধুনিক গ্যারেজ নাই।

তুই একটা অত্যাধুনিক গ্যারেজ খুইলা ফালা। বেশি টাকাও লাগবেনা। তোর গ্যারাজে তুই কম্পিউটারাইসদ পদ্ধতিতে সাইকেলের টাল সারাবি, অভিজ্ঞ মিস্ত্রী ও অটোমেটিক মেশিনে গিয়ার টিউন করাবি, মটর দিয়া চাক্কায় হাওয়া দিবি। ব্যবসা জইমা যাইব ইনশাল্লাহ। এই পর্যায়ে বন্ধু কইল -আচ্ছা বাদ দে এই আলাপ, অন্য কথা ক।

বুঝলাম বন্ধু আমার ইন্সালতিং ফিল করতাছে তাই কথা ঘুরাইয়া অন্য প্রসঙ্গে গেলাম। গ্যারেজ প্রসঙ্গে আর কোন কথা হইল না ইভেন অন্য কোন ব্যবসারও না। তারপর ৩/৪ দিন আর কোন খোঁজ নাই, ধরেই নিছিলাম ব্যাপক মাইন্ড খাইছে। আমার সাথে শিগগির আর যোগাযোগ করবে না। কিন্তু আজকে বন্ধু ফোনে আরেক চোট আবাক কইরা দিয়া কয়- তুই জায়গা দ্যাখ আমি সাইকেলের গ্যারেজই দিমু।

আল্লা বাচাও। এইবার আমি কই যাই ......। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.