আমাদের কথা খুঁজে নিন

   

সাইকেলের রুট ম্যাপ করার জন্য ৫টি এপস

ধুর

মানুষ দিন দিন অনেক বেশি সাস্থ্য সচেতন হচ্ছে। যার ফলে সাইকেলিং এর জনপ্রিয়তা বাড়ছে। ঢাকার রাস্তায় যেখানে মাত্র ১ বছর আগেও খুব একটা সাইকেল দেখা যেত না, সেখানে এখন দেখা যায় লম্বার লাইন করে সাইকেলিং করছে মানুষ। অফিস আওয়ারেও বিষয়টি চোখে পড়ার মত। জ্যাম এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌছানোর জন্য সাইকেলের জুড়ি নেই।

মাত্র কিছুদিন আগেও যেখানে মানুষ মটর সাইকেলকে প্রাধান্য দিত, এখন সেখানে সাইকেলকেই প্রাধান্য দিচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশেও সাইকেলিং এর প্রচন্ড জনপ্রিয়তা আছে। নিউ-ইয়র্ক সিটির “সিটি বাইক” গত মে মাসে পরিচিত পাবার পর এই আইডিয়া আস্তে আস্তে সবখানে ছড়াচ্ছে। সাইকেলিং পাচ্ছে অন্যরকম এক জনপ্রিয়তা। ঢাকার রাস্তায় এখনও সাইকেলের জন্য আলাদা কোন লেন দেওয়া হয়নি, এমনকি ম্যাপ গুলিও সাইকেলিং এর জন্য যথেষ্ট পরিমানে মার্ক করা হয়নি।

তবুও এখন গুগল ম্যাপে গেলেই দেখা যায় সাইকেলের রুটের সন্ধান। আজকে এখানে আমি পাঁচটি রুট ম্যাপিং এপস এর কথা আলচনা করব, যা আপনার গন্তব্য, দুরত্ব, গতি এবং ক্যালরী খরচের হিসাব বের করতে পারবেন। হয়ত এর বাইরে আর কোন এ্যপসের আর দরকারই হবে না। ১. MapMyRide: এন্ড্রয়েড, আইফোন এবং ব্লাকবেরী ২. BikeMap.net: আইফোন, এন্ড্রয়েড এবং ইউন্ডোজ ফোন ৩. BikeBrain: আইফোন ৪. Bike Hub: আইফোন, এন্ড্রয়েড ৫. Cyclemeter: আইফোন এছাড়া প্রতিটি এ্যপ এর বিষয়ে বিস্তারিত পড়তে এখানে ভিজিট করুন ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.