আমাদের কথা খুঁজে নিন

   

আমি দুঃখিত মিস্টার বিচারক......!

আমি জানিনা......তবে শূন্য। শূন্যতার ব্লগে স্বাগতম......। স্বাধীনতা এবং তার পূর্ববর্তী সময় বিচার করছিনা..।শুদু এটুকু বলব ৭১ এ নয়মাস ধরে রাজাকার আর তার দোসরেরা যে তান্ডব লীলা চালিয়েছিলো তার বিচারে এই রায় কেবল প্রহসন, লোকদেখানো উৎসব ব্যতীত আর কিছুই নয়। এখন প্রশ্ন জনগন এই রায় কিভাবে নিল.....একজন নাগরিক হিসেবে বর্তমান বিচার ব্যবস্থার প্রতি আনমনে ঘৃনা চলে আসছে কেননা আজ দেশের মানুষ সোচ্চার, ধর্ষনের প্রতিবাধে যেখানে চলছে সংগ্রাম সেখানে শত শত বীরঞনা মা বোনকে ধর্ষনকারীর যদি সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদন্ড হ্য় তাহলে সরকার তথা রাস্ট্রের কি আশা করতে পারি......? ঘৃনা হচ্ছে নিজের প্রতি........চেয়ে চেয়ে দেখা ছাডা কিছুই কি করার নেই........? এই রা্য় আমি ঘৃনা ভরে প্রত্যাখান করলাম...আমি দুঃখিত মিস্টার বিচারক...........।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।