ঘুমাচ্ছি, ডিস্টার্ব করবেননা।
http://www.univdhaka.edu/
কত বছর পর্যন্ত নির্মান কাজ চলবে কেউ মনে হয় জানেনা। সিটি কর্পোরেশানের রাস্তার নির্মাণ কাজও একসময় শেষ হয়, কিন্তু ঢাবি'র ওয়েবসাইটের নির্মাণ কাজ শেষ হয়না। আহা! প্রাচ্যের অক্সফোর্ড! ওয়েবসাইটে গেলেই বুঝা যায় দেশটা কত গরীব। ঢাবি'র ওয়েবসাইটকে নিঃসন্দেহে বিশ্বের সর্বসেরা ওয়েবসাইটে ঘোষণা করা যাবে (মানে নিচের দিক থেকে)।
একবার শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখেছিলাম সব ভুলভাল আংরেজী লেখা। টাইপিং মিসটেক না, সত্যি সত্যি মিসটিক। এখন ঠিক করছে কিনা কে জানে। তো যা বলছিলাম, ঢাবি নিয়ে। ঢাবি কনটাক্ট ইমেইল এডরেস দেইয়া আছে ........ডোমেইন খেয়াল করেন!
মেন্টালের কমেন্ট কপি মারলাম।
বালের ওয়েবসাইট।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।