আমাদের কথা খুঁজে নিন

   

আরেকটি গণসঙ্গীত

ভালবাসি দেশকে, ভালবাসি নিজেক

আজ যত যুদ্ধবাজ আজ যত যুদ্ধবাজ দেয় হানা হামলাবাজ আমাদের শান্তি সুখ করতে চায় লুটতরাজ জোট বাঁধো তৈরী হও যুদ্ধ নয় তোলো আওয়াজ তোলো আওয়াজ........... সাজঘরের নীল আলো আজকে হোক নিসপ্রদীপ উদ্ধত শ্বাস ফেলে হিংস্রতার সরিসৃপ এই যে বিংশ শতাব্দী করিতে ছিন্ন ভিন্ন আজ তোলো আওয়াজ... যুদ্ধবাজ জাত যত আজ দেখায় রক্ত চোখ প্রেম প্রীতি আর স্নেহের ভাঙতে চায় শিল্পলোক সব শিশুর বাসভূমি এই সবুজ মৃত্তিকায় নিঃশ্বাসের হাওয়াতে বারুদের বিষ ছড়ায় ধ্বংস নয় যুদ্ধ নয় ফুল ফোটাও গন্ধরাজ তোলো আওয়াজ ॥

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।