আমাদের কথা খুঁজে নিন

   

বিনামূল্যে Joomla এবং Phpbb হোস্টিং

ভাঙ্গাকুলার ছাই...

ওয়েব সাইট ও ফোরামের জন্য যেসব CMS বর্তমানে ব্যবহৃত হয় তাদের মধ্যে অন্যতম হল Joomla এবং Phpbb। যারা এসব সিএমএস ব্যবহার করে ওয়েবসাইট বানাতে চান কিন্তু সার্ভার কনফিগারেশন, হোস্টিং ইত্যাদির ভয়ে ঠিক সাহস পাচ্ছেন না, তাদের জন্য কিছু ফ্রি হোস্টিং সাইট রয়েছে যেখানে সবকিছু ইনস্টল এবং কনফিগার করা থাকে। আপনার কাজ হল শুধু সাইন আপ করে কাজ শুরু করে দেওয়া। এরকম দুটি ওয়েবসাইটের খবর আপনাদের জানাব, যেখানে বিনামূল্যে জুমলা এবং পিএইচপিবিবি রেডিমেড অবস্থায় পাবেন। ওয়েব সাইট দুটি হল http://www.fjoomla.com/ এবং http://www.makeforum.org/।

প্রথম সাইটে গেলে আপনি জুমলার জন্য সাইন আপ করতে পারবেন। এবং দ্বিতীয় সাইটি হল পিএইচপিবিবি'র জন্য। সাইট দুটোতে রেজিস্ট্রেশন করা ও খুব সহজ। সামান্য কিছু তথ্য দিয়েই কাজটি সেরে ফেলতে পারবেন। আশা করি সাইট দুটো যারা Joomla এবং Phpbb তে নতুন তাদের খুব কাজে আসবে।

পুরনোদের ও কাজে আসবে কিন্তু । লিখাটি জুয়েল ভাই এর পোষ্ট থেকে কপি করা হয়েছে। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।