আমাদের কথা খুঁজে নিন

   

গতরাতের গল্প

অথৈ তন্দ্রার ঢেউ

গতরাতের গল্প গোধুলির দিকে যেতে যেতে ছুঁড়ে দিলে রক্তমুদ্রা- সে তার দুইপিঠ দেখিয়ে অস্ত গেলে আমাদের চোখের ভেতর সন্ধ্যার কংকালের উপর বসে আড্ডা জমে ওঠে; আমাদের অস্থি ও মজ্জায় বেড়ে ওঠে কুয়াশাব্যাধি; শিরাস্রোতে ঘন হলে চিনির দ্রবণ- অনুল্লেখের অপমানে আড্ডা ছেড়ে চলে যায় যে প্রেমের গল্প, তার নাম ধরে পিছু ডাকি। তবু ডানাদোষে সে ঠিক উড়ে যায়। ঠিক মধ্যরাতে, পথজুড়ে পড়ে থাকতে দেখি একটি খাটিয়া- তাতে শুয়ে আছে একটা মৃত মিনিটের দীর্ঘ লাশ। (অনেকদিন পর পোস্ট অনেকদিন পর লিখলাম। লাস্ট কয়েক লাইন নিয়ে আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট না। কিন্তু বহুদিন পর বলেই হয়তো শেষ করার তাগিদ থেকেই লাইনগুলো লেখা। পরে পরিবর্তন করার ইচ্ছা রাখি।)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।