আমাদের কথা খুঁজে নিন

   

একজন অটোরিক্সা চালক ও চিকিৎসকদের আচরগত পার্থক্য----গতরাতের কাহিনী

ধর্ম যার যার , বাংলাদেশ সবার

আমরা হর হামেসা দেখতেপাই ঢাকা শহরের সব ট্যাক্সীওয়ালা ২/৩ গুন ভাড়া চেয়ে একটা হাসিও উপহার দিয়ে থাকে কিন্তু ডাক্তার বা ক্লিনিকের বিল যতগুনই হোক না কেন হাসি তাদেন আসে না । কারন সে ব্যক্তিগতভাবে বিশ্বাস আনতে পারে না কাজটা ঠিক করলাম কি না? যাহোক গত রাতে ৩ টার দিকে একজন মুমুর্ষরোগীনীকে (বয়স্কা) কল্যানপুরে ইবনেসিনাতে নিয়ে গেলাম.....ডিউটি ডাক্তার কয়েকটি বমির ট্যাবলেট খাওয়ার ব্যবস্থাপত্র দিলেন । এবং ইবনেসিনা হাসপাতোলে রেফার করলেন। রোগীনীকে খুবই দূর্বল দেখে অন্যকোথাও নিতে বললেন । অবাকলাগে ভমিটিং ট্যাবলেট এর জন্য মধ্যরাতে রোগী নিয়ে ডাক্তারের কাছে যাওয়া । তারপর গেলাম বারডেমে সেখানে কোন সিট খালি নেই , ওরা রেফার করলেন ওয়ারী শাখাতে .....সেখানে গিয়ে শেষপর্যন্ত ভর্তি করানো গেছে । হ্যাঁ একজন অটোচালক সারারাত রোগীনিয়ে ঘুরেছে আমাদের শান্তনা দিয়েছেন একটুও বিরক্ত হয়নি এবং যে ভাড়াটা দিয়েছি কোন দরকষাকষি করেন নি । বরং বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন কাজে সহোযোগীতা করেছেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.