আমি মানুষ ! অতি সধারণ একজন মানুষ। সবসময় নিজের ইচ্ছাকে প্রাধান্য দেই, যখন যা ইচ্ছে হয় তাই নিয়েই ব্যস্ত রাখি নিজেকে। নিজেকে একজন ব্লগার হিসেবে দেখার ইচ্ছে, এখনো নিজেকে ব্লগার বলে দাবি করার মতো কিছুই করতে পারিনি। অভিজ্ঞ, অনভিজ্ঞ প্রোগ্রামার এবং সাধারন ইউজার সবাইকে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে সম্যক ধারনা দেওয়ার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমি একজন প্রোগ্রামার হিসাবে চেষ্টা করবো পরিচ্ছন্ন বাংলা এবং প্রয়োজনীয় ইংরেজী ভাষার ব্যবহারসহ ছোট ছোট টপিকস আকারে ধারাবাহিকভাবে প্রত্যকটা বিষয় আলোচনা করার,আমি আশা করি পাইথন প্রোগ্রামিং এর এই টিউটোরিয়াল দ্বারা সবাই উপকৃত হবেন।
Python-র ইতিহাস এবং দর্শনশাস্ত্রঃ
Python-র ইতিহাস এবিসি এর সঙ্গে শুরু হয়. এই এবিসি(ABC) মানে "আমেরিকান ব্রডকাস্টিং কোম্পানি" বা নিউ ওয়েভ ব্যান্ড এবিসি নয়, এর মানে প্রোগ্রামিং ভাষার এবিসি. এবিসি একটি সাধারণ প্রোগ্রামিং ভাষা এবং প্রোগ্রামিং পরিবেশ, যা নেদারল্যান্ড, আমস্টারডাম এর CWI (Centrum Wiskunde & Informatica) এ ডেভলপ হয়েছে. এবিসি এর সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব Python-র নকশা করা।
Python-1980 সালে conceptualized করা হয়েছিল। Guido Van Rossum ঐ সময়ে CWI তে একটি প্রজেক্টে কাজ করছিলেন, যাকে বলা হয় অ্যামিবা, যা একটি ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম। তিনি ABC তে প্রোগ্রাম করতেন। বিল Veneers এর (জানুয়ারী 2003) সঙ্গে একটি সাক্ষাত্কারে, Guido ভ্যান Rossum বলেন: "I remembered all my experience and some of my frustration with ABC. I decided to try to design a simple scripting language that possessed some of ABC's better properties, but without its problems. So I started typing. I created a simple virtual machine, a simple parser, and a simple runtime. I made my own version of the various ABC parts that I liked. I created a basic syntax, used indentation for statement grouping instead of curly braces or begin-end blocks, and developed a small number of powerful data types: a hash table ( or dictionary, as we call it), a list, strings, and numbers. "
"পাইথন" আসলে কিঃ অধিকাংশ মানুষ সাপ সম্পর্কে চিন্তা করে, কিন্তু নামের সাথে এমন কিছু আছে যা ব্রিটিশ হিউমার এর মতন।
১৯৯৬ সালে Guido ভ্যান Rossum, Python-র স্রষ্টা, তার প্রোগ্রামিং ভাষা নামের উৎপত্তি সম্পর্কে লিখেছিলেনঃ “ডিসেম্বর 1989 সালের ছয় বছর আগে, আমি একটি 'Hobby' প্রোগ্রামিং প্রকল্প খুজছিলাম, ক্রিসমাস এর সপ্তাহ জুড়ে, যা আমাকে অকুপাইড করে রাখবে। আমার অফিস ... বন্ধ ছিল, কিন্তু একটি হোম কম্পিউটার ছাড়া, আমার হাতে আর কিছুই ছিল না। I decided to write an interpreter for the new scripting language I had been thinking about lately: a descendant of ABC that would appeal to Unix/C hackers. I chose Python as a working title for the project, being in a slightly irreverent mood (and a big fan of Monty Python's Flying Circus).”
Guido van Rossum
পাইথন টিউটোরিয়াল সিরিজ মোট ৩০ টি টিউটোরিয়ালের মাধ্যমে শেষ করা হবে। ব্যস্ততার কারনে মাঝে মাঝে দেরিতে প্রকাশ করা হতে পারে, কিন্তু হবেই। আশা করি সবাই আমার সাথেই থাকবেন।
ফেসবুকে অনুভূতি ইন্টারন্যাশনাল
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।