CONNECTION FAILED
পাইথনের ইতিহাস নিয়ে আর কিছু বললাম না, ইতিহাস জানতে ইচ্ছে হলে গুগলে history of python programming language লিখে সার্চ দিলেই পাবেন। আর যদি ইংলিশ পড়তে কষ্ট হয় তাহলে সোজা চলে যান বাংলায় পাইথনের ইতিহাস লিঙ্কটিতে।
হিস্টুরি টিস্টুরি জানা হলো, এবার আসুন আসল কথায়, আপনি কেনো পাইথনই শিখবেন? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরতো আর অভাব নাই বিশ্বে! শত শত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস করাইয়া ছাড়ুম
List of programming languages
Generational list of programming languages
List of programming languages by type
উপ্রের লিঙ্ক চেক করেন। আপনারে বিশ্বাস করানোর জন্য উইকিপিডিয়া রেডি।
এইবার পাইথন যে কারণে শিখবেন? আপনি কবে কি পড়েছেন, আদৌ পড়াশুনা করেছেন কিনা, মেট্রিকে সায়েন্স ছিলো না কমার্স ছিলো এইসব হ্যানত্যান আপনার পাইথন প্রোগ্রামিং শেখার জন্য বাধা না। পাইথন একদম বাচ্চাদের ল্যাঙ্গুয়েজ! পাইথনের ভাষাকে বলা হয় মানুষের ভাষার কাছাকাছি
এই যে হাজার হাজার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলোর সব কি আপনে শিখবেন? পারবেন শিখতে? মাথা খারাপ কইরেন না মিয়া! মূল কথা হইলো, প্রায় সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মূল কাঠামো একই রকম। একটা জানলে আরেকটা সহজেই বুঝা যায়। আর আপনাকে কাজ করার জন্য সব গুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ও জানতে হবে না। একটা ভালো করে জানলেই হবে।
আর এজন্যেই পাইথন শিখবেন
প্রোগ্রামিং শুরু করার জন্য পাইথন একটা অসাধারন ল্যাঙ্গুয়েজ। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন প্রোগ্রামিংয়ে তাহলে পাইথন দিয়ে শুরু করতে পারেন। অনেক সুন্দর ভাবেই শুরু করতে পারবেন।
কি হইলো? অধইর্য্য হইছেন নাকি? ধইর্য্যহারা হইয়েন না, আমি আপনাদের কষ্ট কমায়া দিতাছি, নেটে ঘাটাঘাটি করতে করতে যে পরিমাণ সময় নষ্ট হইতো গাইডলাইন পাইতে, তারচেয়ে এই পোষ্টটা শেষ করতে আপনার মাত্র ১০ মিনিট লাগবে
ধরেই নিতাছি আপনেরা এই লাইনে পুত্তুম মানে বিগিনার। আপনাদের ছোটো ছোটো বাচ্চাদের যেভাবে অ, আ শিখাইতে হয় সেইভাবে শিখাইতে হবে।
ভয় পাইয়েন না, আপনাদের জন্য আছে হুকুশপাকুশ বাবু সোজা চলে যান, হুকুশ পাকুশের প্রোগ্রামিং শিক্ষা সাইটে। একবার পড়া শুরু করেন, আপনেরে আটকায়া রাখার জন্য দূর্দান্ত ভাষা শৈলী ব্যবহার করা হইছে
হুকুশ পাকুশ শেষ করেন, আস্তে ধীরে আগান!
হুকুশ পাকুশ শেষ হইলেও আপনে কিন্তু এখনও বিগিনার! তাই যদি ভিডিও টিউটোরিয়াল দেখতে বিরক্ত লাগে তাহলে সোজা চলে যান A Beginner's Python Tutorial লিঙ্কে।
আর উন্নত মানের ফ্রী ভিডিও টিউটোরিয়াল নিয়ে ইউটিউব আপনাকে ডাকছে পাইথন শেখার জন্য! কেনো জানেন? গুগল আর ইউটিউব দুইটাই চলে পাইথন প্রোগ্রামিংয়ে আরো স্পেশাল ব্যাপার স্যাপার হইলো গুগল আপনাকে পাইথন শেখার জন্য বিভিন্ন উৎসাহও দেয়!
ইউটিউবের মোট ৪৩টা ভিডিও সিরিয়ালি পাবেন। সর্বোমোট ৩ ঘণ্টা, ৫৬ মিনিটের ভিডিও আপনে সময় লাগিয়ে, দিন লাগিয়ে, বুঝে বুঝে শিখুন।
ইউটিউব ভিডিও শেষ হলে চলে যান Learn Python The Hard Way
জ্বী! এতোদিন সোজা সোজা পাইথন শিখছেন, এক্সপার্ট হইতে হইলে কঠিন শিখা জরুরী!
এছাড়া আরো কিছু লিঙ্ক দিচ্ছি যেগুলো আপনাকে সহযোগীতা করবে।
পাইথন নিজেই আপনার জন্য তাদের সাইটে টিউটোরিয়াল দিয়ে রাখছে, দেখুন >> The Python Tutorial
গুগল মামু বিশেষ ফ্রী ক্লাসের ব্যবস্থা করছে পাইথন শেখার জন্য! জলদি দেখেন >> Google's Python Class
আর যদি গুগল মামুর ভিডিও ক্লাস করতে চান সেইটাও ইউটিউবে দিয়া রাখছে, Google Python Class Day 1 Part 1 একটা ক্লাস শেষ হইলে পরের ক্লাসে যাবার জন্য উপ্রে ডান পাশেই লিঙ্ক পাবেন
আরো কিছু ভিডিও টিউটোরিয়ালের লিঙ্কঃ
Python 2.7 Tutorial
Python Video Tutorials
Python tutorial
এই হইলো টোটাল গাইডলাইন। আপনি যদি হুকুশ পাকুশ দিয়ে শুরু করে ইউটিউব হয়ে গুগল পর্যন্ত আসতে পারেন, তাহলে আপনি পাইথনে বস হয়ে যাবেন! তবে প্র্যাক্টিসের কোনোই বিকল্প নাই। একবার পাইথনে বস হয়ে গেলে আপনাকে আর পায় কে! দুনিয়ার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই আর কঠিন মনে হবে না
স্বাগতম পাইথনের জগতে!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।