আমার পোস্ট টা টোকন এর পোস্ট টির মন্তব্যে লেখা।
"নেট কি আমাদের পারিবারিক পরিবেশ বদলে দেয় না?" Click This Link
ব্লগিং কেন করি?! ব্যাচেলরদের প্রসণ্গে বলেছেন- 'সময় কাটানোর জন্য কাঠখড় পুড়তে হয়! " আসলেই কি তাই?
মানি- সময় কাটানো থেকেই অনেকে শুরু করে ব্লগিং। বলা উচিত, সময় কাটানোর জন্য লোকজন আসলে বেশী চ্যাটিং ই করে কিম্বা ম্যাসেন্জারে আড্ডা দেয়। ব্লগে কারা আসে?
১। যারা পড়ে, পড়তে ভালবাসে।
বেকার, চাকুরীজীবি, গৃহীনি, প্রোগ্রামার, ডিজাইনার, যাদের দিনের একটা সময় কাটাতে হয় প্রিয় বা অপ্রিয় কম্পিউটারের সাথেই।
২। (উপরের দলের ভেতরই) যারা লিখে বা লিখতে চায়- অথচ লেখার মান নিয়ে দ্বিধায় আছেন কিম্বা বড় পরিসরে কখনো লিখতে পারবেন না।
৩। যারা জানতে চায়।
কি হচ্ছে চারপাশে, কে, কি, ভাবছে।
একটু ভাল করে খেয়াল করে দেখবেন এই সব লোকগুলি কিন্তু খুব ব্যাস্ত থাকে। চাকুরী নিয়ে, ব্যাবসা নিয়ে, পড়াশোনা নিয়ে। এডের আড্ডার জগতটা খুব বেশী বড় না। অন্তর্মুখীতা হয়তো এদের একটা বড় বৈশিষ্ঠ্য।
৪। যারা প্রবাসী - কিন্তু বাংলা ভালোবাসে, দেশকে মিস করে অনেক অনেক কিছু থেকে। তারাও এই ব্লগের ই একটা অংশ।
বাসার সবাই যখন টিভিতে নানা অনুষ্ঠান দেখায় ব্যাস্ত, আমরা তখন মনিটরে মননশীলতা আর ভাবনার খোড়াক খুঁজে বেড়াই। আমরা কি অস্বাভাবিক? মোটেই না!!
আধুনিক জীবন যাত্রায় পরিবর্তন তো আসবেই।
আমি যা ভালোবাসি আমার সঙ্গী বা সঙ্গীনিটি সেটা পছন্দ নাও করতে পারে। এটা অস্বীকার করার কিছু নেই। প্রসঙ্গ- অবহেলার- এখানে হয়তো কেউ কেউ স্বীকার করবেই একটু অবহেলা হয় বৈকি। কিন্তু এই অবহেলাটুকু কি আমরাও মুখোমুখি হচ্ছিনা? অভিমানকি আমাদেরও ছুঁয়ে যায়না?
কিছু দিন আগে জনৈক ব্লগার তার চমৎকার সব পোস্ট মুছে দিল। কারণ সে এই ব্লগের চাইতে তার হবু সঙ্গীর সাথে যন্ত্রবিহীন জীবন কে অনেক বেশী গুরুত্ব দিয়েছে।
আমি তাকে সন্মান জানাই- কিন্তু সেই সাথে আমি এটাও জানি আমি আমার জন্য একটু স্বার্থপরতাই বেছে নিবো! পাওয়া না পাওয়ার হিসেব কষতে গিয়ে আমরা ব্লগের মানুষরা মনে হয় একটু ক্লান্তই হয়ে পড়ি মাঝে মাঝে। সব কিছু ঠিকঠাক রাখার চেষ্টা তো করে যাচ্ছিই প্রতিনিয়ত। অনেক স্ত্রী বা স্বামীটি হয়তো অনুযোগ করেন -'সারাদিন ছাইপাশ কি সব লিখো? কে পড়ে? কি লাভ লিখে?!!" এর কোন জবাব আদৌ কি দেয়া হয়, আমরাই কি জানি? শুধু এটা বলতে পারি, আসতে চাই দেখেই আসি। কোন দায়বদ্ধতা নেই কারো কাছে। যেদিন ভালো লাগবে না- সেই হেমন্ত দিনে হয়তো আবার ফিরে যাবো, গুটিয়ে নেবো নিজেকে নিজের ভেতরে।
কর্তব্য অবহেলা? হয় বইকি কিছুটা, নিজের জন্য নাহয় একটু স্বার্থপর হলাম দিনের একটা সময়!
জানিনা, অনেকেই হয়তো একমত হবেন না। তাড়াহুড়াতে লেখাটাও গুছিয়ে লেখা হলো না। চেষ্টা করবো মন্তব্যে যাতে আরেকটু সহজ ভাবে গুছিয়ে লিখতে পারি। ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।