আমাদের কথা খুঁজে নিন

   

হল্যান্ডের চিত্রকলার গুরু রেমব্রোন্টের(১৬০৬-১৬৬৯) চিত্রকলা।


দুই শিক্ষার্থীর বাকযুদ্ধ। ১৬২৮সাল। ন্যাশনাল গ্যালারী, ভিক্টরিয়া,মেলবর্ন রহস্যময় মৃত্যুর হাসি। ১৯৬৮ সাল। রির্চাড মিউজিয়াম, কলোন,জার্মানী।

দার্শনিকের অধ্যায়ন। ১৬২৯ সাল। কলা মিউজিয়াম। বোষ্টন। ইউ এস এ স্বর্ণের শিরস্ত্রান পরিহিত মানুষ।

১৬৫০ সাল। জেমান্ড গ্যালারী, বার্লিন। হযরত ইব্রাহিম (আঃ )কর্তৃক হযরত ইসমাইলকে (আঃ) উৎসর্গ করার প্রক্কালে ফেরেস্তার বাধাদান। ১৯৩২ সাল। সানপিটার্সবুর্গ মিউজিয়াম, রাশিয়া।

একটি পরিবারের প্রোট্রেট। ১৬৬৮ সাল। এনটোন মিউজিয়াম,জার্মানী। ডা.নিকোলাস তুলপের অংগ ব্যবচ্ছেদ বিদ্যা প্রদর্শন । ১৬৩২ সাল।

মরিশাস মিউজিয়াম, হ্যাগ, হল্যান্ড। চিত্রকর তার কর্মশালায়। ১৬২৯ সাল। কলা মিউজিয়াম বোষ্টন,ইউ এস এ নৈশ প্রহরা । ১৬৪২ সাল।

রিকজ মিউজিয়াম, হল্যান্ড। চিত্রকরের সংক্ষিপ্ত পরিচিতি : ইউরোপের চিত্রকলা শিল্পের ইতিহাসে যে সকল গুনী ব্যাক্তিত্বের সন্ধান পাওয়া যায় তাদের মধ্যে অন্যতম হলেন হল্যান্ডের তৈল চিত্রকর রেমব্রোন্ড । অত্যান্ত প্রতিভাধর শিল্পকলার এই গুরু তার অনাবদ্য রহস্যময় শিল্পসৃষ্টির মধ্যদিয়ে হল্যান্ডসহ সমগ্র ইউরোপের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে আছেন। রেমব্রোন্ডের সমসমায়িক কালটিকে হল্যান্ডের স্বর্নযুগ হিসেবে আক্ষ্যায়িত করা হয়। শিল্প,সংস্কৃতি,বিজ্ঞান ও ব্যাবসায় সাফল্য ও প্রসরতার বদৌলতে সে সময় হল্যান্ড উন্নতি এবং সমৃদ্ধির উচ্চ শিখরে আসীন হতে সক্ষম হয়েছিল।

হল্যান্ডের লেইডেন নামক স্হনে একটি সাধারণ পরিবারে ১৬০৬ সালের ১৫জুলাই রেমব্রোন্ড জম্মগ্রহন করেন। পিতা হারম্যান ছিলেন একটি যাতাকলের কর্মচারী এবং তার মাতা নিলটেজ ছিলেন রুটির দোকানীর মেয়ে। হারম্যানের সংসারে তাদের ৯ সন্তানদের মধ্যে কেবলমাত্র রেমব্রোন্ড শিক্ষালাভ করার সৌভাগ্য অর্জন করে ছিলেন। শৈশবে লেটিন শিক্ষাগ্রহন করার জন্য রেমব্রোন্ড লেটিন বিদ্যালয় ভর্তি হন। ৭ বছর লেটিন বিদ্যালয়ে (১৬১৩_১৬২০) শিক্ষা সমাপ্ত করে রেমব্রোন্ড লেইডেন বিশ্ববিদ্যালয়ে দার্শনিক বিভাগে ভর্তি হন।

বিশ্ববিদ্যালয়ের অধ্যায়ন শেষ করে ইতালীর খ্যাতনামা চিত্রকর জ্যাকব ইসহাকসন অধীনে শিক্ষানবিস হিসাবে ২ মেয়াদে শিক্ষাগ্রহন করেন। শিক্ষাজীবন সমাপ্ত শেষে রেমব্রোন্ড ১৬২৫ সালে ১৯ বছর বয়সে সে তার চিত্রশালা স্হাপন করে কর্মজীবন শুরু করেন। প্রখর স্মরণ শক্তিসম্পন্ন এই মেধাবী চিত্রকর তার শিল্পকর্ম জীবনে ১ শতর বেশী প্রোট্রেটসহ হাজারো শিল্প সৃষ্টির মাধ্যমে শ্রেষ্টত্বের স্বাক্ষর রেখে গিয়েছেন। রেমব্রোন্ড তার চিত্রকলায় চরিত্রকে ভিন্ন ভিন্ন কায়দায় কখোনো শঠ, প্রতারক কখোনো বিনয়ী আবার কখোনো উপহাস, বিদ্রুপকারী হিসেবে নিপুনভাবে তুলিতে ফুটিয়ে তুলেছেন। রেমব্রোন্ডের মৃত্যুর ২ বছর পূর্বে আঁকা একটি ছবিতে গ্রীক চিত্রকর জিউক্সসিস যিনি এক কদাকার মহিলার ছবি আঁকার কালে মৃত্যুর কোলে ঢলে পড়েন, রেমব্রোন্ড তার তুলিতে জিউক্সসিসকে ভগ্ন, কুচকানো এক বৃদ্ধর সাথে তুলনা করেছেন যার মৃত্যুর পূর্বক্ষণে চোখে ছিল শঠতা আর উপহাস এবং মুখে ছিল রহস্যপূর্ণ মুচকি হাসি।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.