বল বীর! চির উন্নত মম শির!
গত কয়েকটা বিশ্বকাপে হল্যান্ডের টোটাল ফুটবলটা মন কেড়েছিল। দুর্ভাগ্যের কারনে তারা যদিও তেমন ভাল ফল করতে পারিনি কিন্ত দারুন ওয়ানটাচ ফুটবলটা দেখতে ভাল লাগত। এবার তারা খেলার ধরন পাল্টে পুরা ইউরোপিয়ান স্টাইলে খেলছে। সেই সংগে যোগ হয়েছে তাদের অভিনয় প্রতিভা। মাঠে অভিনয়ে হল্যান্ড ইতোমধ্যেই চ্যম্পিয়ান।
গায়ে টাচ লেগেছি কি লাগেনি , মাঠে ডাইভ দিয়ে এমন গড়াগড়ি শুরু করে দেয় যেন আজরাইল এসে গেছে , শেষ সময় উপস্থিত। স্নাইডার , রোবেন, ফন পার্সিরা তাদের দারুন ফুটবল স্কীলের পাশাপাশি চমৎকার অভিনয় দিয়েও বিশ্ববাসীকে হতবাক করছে সেই সংগে বোকা বানাচ্ছে রেফারিদের। ব্রাজিলের খেলায় তাদের অভিনয় প্রতিভার কারনে রেফারীর বাশি যেমন বেজেছে তেমনি ব্রাজিলীয়ান ফুটবলাররাও মেজাজ হারিয়ে ফেলেছে। উরুগুয়ের সাথে খেলার ইনজুরি টাইমের শুরুতে এরকম একটা চমৎকার অভিনয় দেখলাম। খেলায় তখন মাত্র উরুগুয়ে দ্বিতীয় গোল শোধ দিয়ে নতুন উদ্যমে তেড়েফুঁড়ে আক্রমন করছে সমতায় আসার জন্য এর মধ্যে উরুগুয়ের এক প্লেয়ার বল নিয়ে দ্রুত এগিয়ে গেলে হল্যান্ডের একজন তাকে ফাউল করে ফেলে দিল।
রেফারিকে ছুটে আসতে দেখে ব্যটা নিজেই পেট চেপে গড়াগড়ি শুরু করে দিল। রিপ্লেতে পরিস্কার দেখা গেল সে-ই ধাক্কা মেরে ফেলে দিয়েছে উরুগুয়ান প্লেয়ারকে তারপর নিজেই পেটা চেপে ধরে শুয়ে চার হাতপা ছুঁড়াছুঁড়ি শুরু করে দিয়েছে, শেষ পর্যন্ত ডাক্তার মাঠের মধ্যে ছুটে আসার পর সে উঠে দাঁড়াল এমনভাবে যেন এইমাত্র মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলো। একঢিলে দুই পাখি মরল এতে। রেফারীর কার্ডের হাত থেকে বাঁচল আর মূল্যবান কিছুটা সময় নস্ট করে গেল।
স্পেনের বিপক্ষেও এরা তাদের অভিনয় প্রতিভার ঝলক দেখাবার চেস্টা করবে নি:সন্দেহে।
আপনি মুগ্ধ হয়ে হাততালি দেবেন না গালি দেবেন সেটা আপনার ওপর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।