বাংলাদেশের সকল সমস্যার মূল ও প্রধান কারন আইনের শাষনের অভাব। দল, মত, ব্যাক্তি, পরিবার, খালু, চাচা, মামা, আব্বা, আম্মা, ভাই, বোন, আত্নীয় পরিজন, আমি, আপনি নির্বিশেষে যতদিন পর্যন্ত আইনের শাষন প্রয়োগ করা না যাবে ততদিন দেশে অঘটন ঘটতেই থাকবে। আর এ আইনের শাষন কায়েম না করার পেছনে যদি কাউকে আসামী করতে হয় তাহলে স্বাধীনতার পর থেকে এ যাবৎ সকল সরকার প্রধানকে করতে হবে এক নম্বর আসামী। আর এ আইনের শাষনের প্রায়োগিক ব্যার্থতার জন্য দায়ী সকল আমলা। বেশীরভাগ আমলাই চোরের মত 'পয়সা' খেয়ে যথাযথভাবে আইন প্রয়োগকে এড়িয়ে যায়। তার সর্বশেষ প্রমান সাভার উপজেলা নির্বাহী অফিসার। তিনি সাভারে রানা প্লাজার ভয়াবহ ধ্বসের আগেই ওটা পরিদর্শন করে প্রশাসনিক সার্টিফিকেট দিয়ে বলেছিলেন 'সামান্য ফাটলে ভবনের কোন ক্ষতি হবে না'! অনুমান করতে পারি এ কথাটুকু বলতে তিনি কতটাকা ঐ ঘাতক রানার কাছ থেকে খেয়েছিলেন। একটা উপজেলার প্রশাসনিক প্রধান নির্বাহী কর্মকর্তা এ দায় কোনভাবেই এড়াতে পারেন না, তারও দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে। Source: Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।