আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্রের কারাগারে বাংলাদেশির আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের কারাগারে এক বাংলাদেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে। মহররম আলী (২১) নামের আত্মহত্যাকারী নাটোরের লালপুর উপজেলার সালামপুর এলাকার বড়বাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

ছিনতাইয়ের দায়ে তিন বছর সাজা খাটছিলেন মহররম। পেলসিলভেনিয়া রাজ্যের ফিলাডেলফিয়ার একটি কারাগারে গত ৪ সেপ্টেম্বর তিনি আত্মহত্যা করেন।

গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন মহররম ফিলাডেলফিয়ার মেডিক্যাল এক্সামিনার ডা. স্যাম পি গুলিনো স্বাক্ষরিত মৃত্যু সনদে বলা হয়েছে।

এদিকে, মহরমের এই মৃত্যুকে অস্বাভাবিক বলে মনে করছে প্রবাসী বাঙালিরা। এজন্য উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছে তারা।

উল্লেখ্য, ডিভি লটারিতে জয়ী হয়ে ২০১১ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন গরিব কৃষক পরিবারের সন্তান মহররম।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.