আমাদের কথা খুঁজে নিন

   

রোনালদোর প্রথম হ্যাটট্রিকে পর্তুগালের জয়

শুক্রবার রাতে আয়ারল্যান্ডের বেলফাস্টে উইন্ডসর পার্কে ২১ মিনিটে প্রথম গোল করেছিলেন পর্তুগালের ব্রুনো আলভেস। কিন্তু ৩৬ ও ৫২ মিনিটে গ্যারেথ ম্যাকলে ও জেমি ওয়ার্ডের লক্ষভেদে এগিয়ে যায় স্বাগতিকরা।
তবে ১৫ মিনিটের মধ্যে দুর্দান্ত তিনটি গোল করে দেশকে দারুণ এক জয় উপহার দেন রোনালদো। দুটি গোল করেন হেড থেকে, অন্যটি ফ্রি-কিক থেকে।
দারুণ এই তিনটি গোলের সুবাদে জাতীয় দলের হয়ে ৪৩ গোল করে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রোনালদো।

ছাড়িয়ে গেছেন ফুটবল কিংবদন্তি ইউসেবিওকে (৪১ গোল)।
এই জয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে পর্তুগাল, আট ম্যাচ থেকে তাদের পয়েন্ট ১৭।
নিজেদের মাঠে আগামী অক্টোবরে ইসরায়েল ও লুক্সেমবুর্গের সঙ্গে শেষ দুটো ম্যাচ খেলবে তারা।
এদিন গ্রুপের অন্য ম্যাচে রাশিয়া ৪-১ গোলে হারিয়েছে লুক্সেমবার্গকে। সাত ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রাশিয়া।


ইউরোপীয় অঞ্চলের বাছাই পর্বের নয়টি গ্রুপ থেকে শীর্ষ স্থানে থাকা দেশগুলো সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে। আর আট শীর্ষ রানার্স-আপের মধ্যে প্লে-অফের মাধ্যমে আরো চারটি দেশ বিশ্বকাপে যাওয়ার সুযোগ পাবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.