আমাদের কথা খুঁজে নিন

   

রোনালদোর ৪০০

ক্লাব ক্যারিয়ার শুরু হয়েছিল ২০০২ সালে। পর্তুগিজ ক্লাব স্পোর্টিংয়ের হয়ে শুরু করেছিলেন। এরপরের ইতিহাস তো সবারই জানা। ২০০৩ সালে জাতীয় দলের হয়ে অভিষেক। একই বছরে ম্যানইউতে পাড়ি জমান তিনি।

ক্রিস্টিয়ানো রোনালদো একজন বিশ্বসেরা তারকা হয়ে উঠেন ওল্ড ট্র্যাফোর্ডেই। তারপর পাড়ি জমিয়েছেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে। এই পথ পরিক্রমায় ক্রিস্টিয়ানো স্পর্শ করেছেন অসংখ্য মাইলফলক। গত সোমবার আরেকটি চমৎকার মাইলফলক স্পর্শ করলেন তিনি। ক্যারিয়ারে ৪০০তম গোল করেছেন তিনি।

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ-সেল্টা ভিগো ম্যাচে দুটি গোল করেছেন রোনালদো। ম্যাচে রিয়ালকে ৩-০ ব্যবধানের জয় এনে দেওয়ার পাশাপাশি স্পর্শ করেছেন ক্যারিয়ারে ৪০০তম গোলের মাইলফলকও। রোনালদো মাইলফলক স্পর্শকারী দুটি গোল উৎসর্গ করেছেন সদ্য প্রয়াত পর্তুগিজ কিংবদন্তি ইউসেবিওকে।

পর্তুগিজ প্রিমেরা লিগাতে স্পোর্টিংয়ের জার্সিতে রোনালদো ২০০২-০৩ মৌসুমে ৩১ ম্যাচে করেছিলেন ৫ গোল। তবে একজন তরুণের মধ্যে তখনই বিশ্বসেরা হওয়ার স্পষ্ট ইঙ্গিত পেয়েছিলেন আলেঙ্ ফার্গুসন।

রোনালদো চলে আসেন ম্যানইউতে। ৬ মৌসুমে ২৯২ ম্যাচে ১১৮ গোল করেছেন তিনি ম্যানইউর জার্সিতে। তবে রোনালদো হেসেছেন রিয়ালে এসেই। ২২১ ম্যাচেই তিনি করেছেন ২৩০ গোল! পাশাপাশি জাতীয় দলের জার্সিতে ক্রিস্টিয়ানো রোনালদো করেছেন ১০৯ ম্যাচে ৪৭ গোল। সবমিলিয়ে ৪০০ গোল করেছেন এই পর্তুগিজ স্ট্রাইকার।

এই মাইলফলক স্পর্শ করার পাশাপাশি রোনালদো ইউরোপীয়ান গোল্ডে বুটের লড়াইয়েও স্পর্শ করেছেন সুয়ারেজকে। লা লিগায় রোনালদো করেছেন ২০ গোল। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের জার্সিতে সুয়ারেজেরও রয়েছে সমান গোল। এবারের লড়াইটা দুজনের মধ্যেই সীমাবদ্ধ থাকছে! রিয়াল মাদ্রিদ লা লিগায় জয়ের ধারা অব্যাহত রেখে শিরোপার লড়াইয়ে নিজেদের ধরে রাখল। ম্যাচের প্রথমার্ধে অবশ্য রিয়াল মাদ্রিদকে অনেকটা অগোছালোই মনে হয়েছিল।

তবে ৬৭তম মিনিটে ফরাসি তারকা করিম বেনজেমা প্রথম গোল উপহার দেন রিয়ালকে। এরপর ৮২ ও অতিরিক্ত মিনিটে দুটি গোল করেন রোনালদো। এ জয়ে রিয়াল মাদ্রিদ ১৮ ম্যাচে ৪৪ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানেই থাকল। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট করে নিয়ে শীর্ষে বার্সেলোনা এবং দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ অবস্থান করছে। আগামী শনিবার বার্সেলোনা-অ্যাটলেটিকো মুখোমুখি হচ্ছে লিগে শ্রেষ্ঠত্বের লড়াই শেষ করতে!

 

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.