আমাদের কথা খুঁজে নিন

   

দবির ও ছবিরের ছাগল আজ ভি-দেখাইয়াছে

ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো ছবিরের মুখের দিকে তাকানো যাইতেছে না। তাহার অগ্নিমূর্তিতে বিন্দুমাত্র ভ্রূক্ষেপ না করিয়া দবির তাহার ছাগলের গায়ে হাত বুলাইতে লাগিল। আরামে ছাগলের চোখ বন্ধ হইয়া আসিতেছে। কে বলিবে, এই শান্ত চতুষ্পদ প্রাণীটিই আজকের সালিশের বিষয়। ঘটনা হইলো, দবিরের ছাগল ছবিরের ফসল নষ্ট করিয়াছে।

দবিরের চিরশত্রু ছবির তাই সালিশ ডাকিয়াছে দবিরের বিচার চাহিয়া। গ্রামের মুরুব্বি দবিরের বক্তব্য শুনিতে সকলকে চুপ করিতে বলিলেন। দবির অবিচল। সে তাহার ছাগলের কোন দোষ দেখে না। -'আমার ছাগল অতি ভদ্র।

ছবিরের ক্ষেত আমার ছাগল নষ্ট করিতেই পারে না। কে এইকর্মটি করিয়াছে আমার জানা নাই। তবে এইকাজে আমার 'নৈতিক সমর্থন' আছে। ' ছবির ছুটিয়া আসিয়া দবিরকে মারিতে গেল। আশেপাশের লোকে তাহাকে টানিয়া ধরিল বলিয়া রক্ষা।

গ্রামের মুরুব্বিরা নানামত ভাবিয়া সিদ্ধান্ত দিলেন, রায় আগামীকাল হইবে। দবির উচ্চস্বরে চেঁচাইতে লাগিল " আমি এই বিচার মানি না। বিচারে আন্তর্জাতিক মান রক্ষা করা হয় নাই। " ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।