রাজনীতি ও অর্থনীতি এই দুই সাপ পরস্পর পরস্পরকে লেজের দিক থেকে অনবরত খেয়ে যাচ্ছে
বাধ্য হইয়া ঈদের টিভি দেখলাম। টেলি নাটক আর টেলি ফিল্মের ছড়াছড়ি। কয়েকটা ভাল লাগছে। কিছু তো জঘন্য। তয় আরো খারাপ লাগছে নকলের ছড়াছড়ি দেইখ্যা।
সৃজনশীলতা এতো কম থাকলে সৃজনশীল লাইনে আসে কেন এরা?
একটা নাটক দেখলাম অপি করিম, হিল্লোল আর বাধন। এনটিভিতে সম্ভবত। নাম মনে নাই। এইটা হইলো মাই বেস্ট ফ্রেন্ড ওয়েডিং-এর নকল।
একটায় দেখলাম সজল আরেক নতুন মাইয়া।
সম্ভবত দেবাশিস এইটার পরিচালক। ঋতুপর্ণ ঘোষের রেইনকোট সিনেমার হুবহু নকল। মূল ছবিতে ছিল অজয় আর ঐশ্বরিয়া।
এনটিভিতে দেখলাম দেখাইতাছে নৈশভোজ নামের এক নাটক। মোশাররফ করিম আর শিমুল।
এইটাও হিন্দি ভেজা ফ্রাইয়ের হবহু নকল। ডায়লগসহ।
আবার ঈদের দিন দেখলাম বাংলা ভিশনে রিয়াজ-পুর্ণিমার জামাই শ্বশুর। এইটা আবার নকলের নকল। কিয়ানু রিভস এর ওয়াক ইন দ্য ক্লাউডের নকল হইলো হিন্দী ছবি কুমারা, গোবিন্দ ও উর্মিলা ছিল।
সেই অখাদ্য হিন্দিটা নকল এই জামাই শশুর।
অমিতাভ রেজার প্লিজ একটা ফোন করতে দিনও বিদেশি গল্পের ছায়া, তবে পরিচালনা এতো ভাল যে অসাধারণ লাগে। আনিস ভাইয়ের ইন্টারভিউটাও ভাল হইছে।
এইবার একটা কঠিন মতামত দেই, আমার একান্তই নিজস্ব।
১।
হুমায়ুন আহমেদের উপর নিষেধাজ্ঞা জারি করা উচিৎ এই লোক যেন আর নাটক বা সিনেমা না বানায়।
২। হানিফ সংকেতেরও এখন ক্ষ্যান্ত দেওয়া উচিৎ। ইত্যাদি এখন আর দেখার মতো না। একই স্টাইল, একই ধরণের কথাবার্তা।
একটা নাটক লিখছে সেইটাও অখাদ্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।