আমাদের কথা খুঁজে নিন

   

অসাধারন অনুষ্ঠান



অসাধারন বললেও বোধকরি কম বলা হবে। ঈদের রাতে একুশে টেলিভিশনে ফোনো লাইভ অনুষ্ঠানটি যারা দেখেছেন তারা সবাই কম বেশী একমত হবেন যে সায়ান আবার প্রমাণ করলেন তার তুলনা তিনি ই। আপাত দৃষ্টিতে ওনাকে কিছুটা অসুস্থ দেখালেও কন্ঠে তার কোন ছাপ ছিলনা। দৃপ্ত কন্ঠে নানারকম গান করলেন। ভাল লাগলো পোষাক এবং চুলের ছাঁট জাতীয় অবান্তর প্রশ্নের সাবলিল ভঙ্গিমায় উত্তর দেয়া দেখে।

অনিচ্ছায় প্রবাস জীবন কাটিয়েছেন বলেই বোধকরি হাজারো প্রবাসী মানুষের মনোঃকষ্ট এবং ঘরে ফেরার যে অদম্য আকুতি, তা নিয়ে "প্রবাসী" গানটার মত একটি মর্মস্পর্ষী গান তিনি করতে পেরেছেন। সমগ্র অনুষ্ঠানে সব চেয়ে পীড়াদায়ক ছিল কিছুক্ষন পরপরই বিজ্ঞাপন বিরতি। সায়ানের ভক্ত শ্রোতাদের জন্য সেটাই ছিল সবচাইতে কষ্টের। কারন তাদের জন্য সবচাইতে বড় ঈদ উপহার ছিল এই অনুষ্ঠানটি। সে কারনেই একুশে টেলিভিশন এবং ফোনো লাইভ অনুষ্ঠানটির একটি বিশাল ধন্যবাদ প্রাপ্য।

তবুও যদি ভক্ত শ্রোতাদের কথা চিন্তা করে বিজ্ঞাপন বিরতি এ ধরনের অনুষ্ঠানে কম দেয়া যায় তাহলে খুব ভাল হয়। সায়ানের অন্য সব ভক্তদের মত আমিও তার আগামী অ্যালবামের অপেক্ষায় থাকলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.