আমাদের কথা খুঁজে নিন

   

ঈদের আনন্দ পাঠ ( হোসেইনের কবিতাঞ্জাল )

আপ্নেরা ছাগসাথে কোলাকুলি করেন , আমারে ডর দেখাইয়েন না

অনেকদিন পর বিকেলে মিঠে রোদটা দেখা হয় বারান্দায় , জানালার পাশে শিষ দেয় একটা দোয়েল এই শহরটা বড় বেশি ফাকা ফাকা লাগে , রাস্তার ধারের রিক্সাওয়ালা আর টং দোকানের হাফিজ ভাই ; দুজনেই হেসে হেসে কথা বলে পরষ্পর , ঐ দূরে কারা যেন খুব জোরে গান বাঁজায় , বুঝি , ঈদের ছুটি শুরু হলো আজ । বহুদিনের না পড়া বইগুলোর সতীত্ব হানি করা যাবে এই অবসরে , বেশি কিছু ডিভিডি জমেছে , দেখে ফেলব সেগুলোও , সবগুলো ঈদসংখ্যা থেকে কুড়ি পৃষ্ঠার উপন্যাসের বাচ্চাগুলোও পড়া যাবে অবসরে , বেশ একটা আনন্দ আনন্দ লাগে । চাইলেই আজ অফিস যেতে পারব না আমি , অফিসটা তালা মারা ; এটা ভাবতেই সুখ লাগে ভীষন । সারারাত ব্লগবাজি করে ভোররাতে ঘুমোতে বাধা নেই খুব সকালে অফিসের গাড়ি এসে তাড়া লাগাবে না । ব্যাংক থেকে টাকা তোলা যাবে না ইচ্ছে হলেই , ঐ সাহেব আর এই ম্যাডামের ফোনে বয়ে ঝাড়ি আসবে না; অফিস আর শপিং সেন্টার বন্ধ ঘোষনা হয়ে আমাকে বন্দী করেছে ঘরে । এবার তাই ঘুমোৎসব হবে , পাঠোৎসব হবে , দেখা হবে বিটিভির বস্তাপঁচা নাটক । এবার তাহলে ক্লান্তি মুছে যাবে , এবার ক্লান্তি মুছতে হবে । এ ভেবেই আনন্দিত হই আমি । হায় অভাগা মধ্যবিত্ত, আনন্দের সন্ধান পায়নি কানাগুলো , তারা তাই বিশ্রামকেই আনন্দ ভেবে সুখী হয়ে ওঠে , মানুষ নামের রোবটেরা এখন ঘুমানোর সুযোগকেই উৎসব ভেবে হাসে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.