আমাদের কথা খুঁজে নিন

   

মিটিং নামক সিটিং - .....

আমি পথিক

করি কন্ট্রাকটরের অধিনে চাকরি। আছে মাথার উপর মাথাওয়ালা মালিক পক্ষ। এদের চামচা কনসালটেন্ট রা হল এক একটা দা এর থেকে আছার বড় -র প্রকৃত উদাহরন। ভালো কাজ করেও খুশি করা যায় না আবার কাজ বন্ধ করলেও টাকা নাই। এ এক মেলা হেপা রে ভাই।

আগামী কাল এখানে ঈদ। মেইল করলাম জানালাম মুসলিম যারা আছে তারা আগামী কাল কেউ কাজ করবেনা। কেন কাজ করবেনা তার জন্য মিটিং কল করলো । গেলাম দেখলাম আমার এমডি ভি হাজির, আরো আছে অনেক হোমরা চোমরা ব্যক্তিত্ব। বেশীর ভাগ ই নাক বোঁচা সিংগাপুরিয়ান চাইনিজ।

মেজাজ তো আগে থেকেই হট। ঈদের দিন বলে কাম করতে হইবো । হালায় কয় কি ....তার ছিরা কোনহানকার। বাংগালীরে হাইকোর্ট দেখায়....খেক খেক.. মনে মনে কইলাম খারাও বুঝবা একটু পর কত গমে কত আটা....। আমি এ ধরনের কিছু ঘটতে পারে আগেই কিছুটা আন্দাজ করছিলাম ।

আর তাই আমার একটু প্রস্তুতি ছিল। যেহেতু কাজ বন্ধ থাকার প্রস্তাব আমার কাছ থেকে এসেছে আর তাই মিটিংয়ে আমাকেই ব্যখ্যা করতে হবে এর কারন এবং প্রতিকার। আমিও আল্লাহ্‌র নামে শুরু করলাম। শিক্ষিত জাতি তাই বেশী বলার প্রয়োজন হয় না। অল্প কথাতেই বুঝিয়ে বললাম ঈদের বিশেষ্যত্ব রমজানের ব্যপারে।

জানালাম অনেক কর্মী আছে যারা না খেয়ে কাজ করে গেছে দিনের পর দিন। কন্স্ট্রাকশনের কাজ সম্পর্কে যাদের ধারনা নাই তারা আসলেই বুঝবে না কত পরিশ্রমের এই কাজ। আর তাই নাক বোঁচা এই চাইনিজদের বুঝতে অসুবিধা হলনা ব্যপার টা অনুধাবন করতে। সাহস করে বলে ফেললাম কালকে যারা মুসলিম তাদের কাজ থেকে অব্যহতি দিতে। আর সেই সাথে বললাম আমি কাজ বন্ধ করার পক্ষে নই।

থাই, মায়ানমার এবং ইন্ডিয়ান কর্মী যারা আছে তারা কাজ চালিয়ে যাবে। সাথে সাথে আমার এমডি কইয়া উঠলো সে সবাইকে যারা মুসলিম প্রত্যেক কে ৫০ সিন ডলার করে বখসিস দিবে ঈদের খরচ বাবদ। আমারে আর পায় কে........... সবাইকে অগ্রীম " ঈদ মুবারক"। ভালো থাকুন পরিবারের সবাইকে নিয়ে। আনন্দে কাটুক সারা দিন এই শুভ কামনা সবার প্রতি।

আমার এই প্রবাসে একলা ঈদ ........থাউক কস্ঠের কথা কমুনা........ ......কারন ঈদের পোস্ট তো তাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।