আমাদের কথা খুঁজে নিন

   

মিটিং

কোমায় থাকা ব্লগ

“অফিসে তোমার কাজের রেসপনসিবিলিটি কী? মানে, কী করো? খই ভাজো?” বন্ধুদের কাজকর্মের ফিরিস্তি জানতে চাওয়াটা খুব একটা দোষনীয় নয় বলেই আমার ধারণা। অনেকেই বলে, “সারাদিন মিটিং করি। এর সাথে, ওর সাথে। ” গাদা গাদা মোটা মোটা ইঞ্জিনিয়ারিং এর বই উতরিয়ে এসে এখন খালি মিটিং? সাধু সাধু। আমি বাপু মিটিং ফিটিং এ নেই।

যতটুকু কারিগরী জ্ঞান অর্জিত হয়েছে, সেটা ভাঙ্গিয়েই চাল কিনি। ডাল কিনি। নুন চাখি। শাকপাতা খাই। মাছের কাঁটা বাছি।

ফর্মাল মিটিং এর প্রতি সেই বাল্যকাল থেকেই অনীহা। ‘বালক-সকল’ অনেক গুরুত্বপূর্ণ বিষয়েই অধিবেশনে বসতো। আলোচনা হতো। কোন বাড়ির গাছে কী ভালো ফলে। ‘দিলখোলা রোডের পোলাপান’ কে আসন্ন ‘প্রীতি’ (!) ক্রিকেট ম্যাচে নাজেহাল করতে কার কী ভূমিকা নেয়া উচিত।

এই শুকনো মৌসুমে বিল শুকালে কোন খেলায় কাকে নেয়া যাবেনা। ইত্যাদি ইত্যাদি। উপস্থিত থাকতাম, তবে রুদ্ধবাক থাকাটাই বেশিরভাগ সময় শ্রেয়তর মনে হতো। ইউনিভার্সিটিতেও একটা স্বেচ্ছাসেবক সংগঠনের সময়-সময়ে কাজে-কর্মেও আমার দেখা মিলেছে ঢের। কিন্তু যখন মিটিং? আমি তখন নেপথ্য শিল্পী! ব্যাপারটা মনে হয় নজরে এসেছিলো অনেকেরই।

হল-শাখার সহ-সভাপতি বানিয়ে দেয়া হলো জোর করে! মিটিং এ থাকতে হয়! ( তবে এই ‘সহ-সভাপতি’ পোস্ট-টা অনেক সুবিধাজনক! পদমর্যাদায় দ্বিতীয়! কিন্তু কোন কাজ নেই। সব কিছু সভাপতি আর সাধারণ সম্পাদকের গর্দানে! শুধু কোন প্রস্তাব উঠলেই জুনিয়রদের দিকে আড়চোখে তাকিয়ে, ‘ভাব’ নিয়ে.... জ্ঞানীর মত করে “হু, হু” করে সায় দেয়া। মিটিং গুলো এতদিনে আকর্ষণীয় হয়ে উঠতে লাগলো! অফিসে, সারাদিনের খাটুনীটা ‘হাড়ভাঙ্গা’ না হলেও ভয়াবহ রকমের ‘নিউরন-ক্ষয়ী’! রেফারেন্স কোডগুলোকে সম্মান জানিয়ে... নানারকম জটিল হিসাবের খুনসুটি মিলিয়ে... ক্লায়েন্টের আবদার মেনে... সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়! বিল্ডিং ডিজাইন মনে হয় এত্‌তো সোজা নয়! এর মাঝেও হামলা করে উটকো মিটিং! ডিরেক্টরদের সংগে বসতে হয়। হাল হকিকত জানানোর বিনিময় প্রথায় ঝাড়ি পাওনা হয়। আন্তঃ-বিভাগীয় মিটিং বসে।

ক্লায়েন্ট মিটিং বসে। নিজেদের জন্যও বসতে হয়। বিরক্তির একশেষ! নমুনা শুনুন। অনেক কাজ-অকাজের ফিরিস্তি শেষে, সভাপতি হঠাত এক বিষয়ে আমার মতামত জানতে চাইলেন। শুনেই হাত থেকে নোটবুকটা খসে পড়লো মাটিতে।

ঘুমিয়ে পড়েছিলাম! চোখদু’টি খোলা রেখেই! পুনশ্চঃ আচ্ছা, মেয়ে দেখতে যাওয়া ও কী ফর্মাল মিটিং এর সংজ্ঞায় পড়ে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।