আমাদের কথা খুঁজে নিন

   

সমাবেশ আর দলীয় মিটিং

আমি কি বাংলাদেশী না বাঙালী .................... শাহবাগের প্রজন্ম মঞ্চে যে সকল জনগনের সমাবেশ হয়েছে সেটা নিয়ে কোন বিতর্ক নেই। তবে শাহবাগ এলাকাটা এমন একটি স্থান যেখানে সবসময় হাজার খানেক লোক ঘোরাফিরা করে তাদের কেউ দুটি হাসবাতালে আগত, অথবা শিশুপার্ক বা বিশ্ববিদ্যালয়, পাবলিক লাইব্রেরী, চারুকলা , বা ছবির হাটে আগত হাজার হাজার মানুষ সেখানে রাত অবদি হাটাচলা করে। তারপর বই মেলার একটি ভির আছে যা প্রজন্ম মঞ্চের সমাবেশ আরো পরিনত করেছে । তারমানে এখানে শুধূ ব্লগার দের নয় সকল জনগনের একটি অংশ বর্তমান । এবার দেখা যাক সরকারী দলের যে একনিষ্ঠ সমর্থক আছে তারা কোথায় এখন ? সরকারী দলের কর্মী রা কি এখনও ঘরে বসে আছে নাকি তারাও রাস্তায় আছেন ? আসলে এদের শিংহ ভাগ সরকারী দলের নিবেদিত কর্মী যারা প্রজন্ম মঞ্চের একটি অংশ । এই মুহুর্তে সরকারী দল যদি কোন মহাসমাবেশ করে তবে প্রমানিত হবে এই জনগন কারা বা তারা কি সরকারী দলের কর্মী কিনা ???? আমরা এরকম আজিব অান্দোলন দেখিনি আজো আর এরকম দাবী তাও কার কাছে এই দাবী সমূহ ? সরকার !!!! সরকার তো এদের সহযাত্রী তো দাবীটা কার কাছে ??? এ তো লোক দেখানো দাবী নাকি নির্বাচনের পূর্ব মুহুর্ত নিরাপদ থাকার চেষ্টা যাতে কেয়ারটেকার সরকার এর প্রয়োজন না হয় আর আরেকটি ১/১১ নিবারনের সরকারী পদক্ষেপ নয়কি ???? ভন্ড রাজনীতির উপহার এই প্রজন্ম মঞ্চ, যার কোন উপযোগ নেই, নেই কোন ভুমিকা, যা হবে তা হলো সরকারী দলের নির্বাচনী তফসিল এর পুরুনের জন্য একটি অপচেষ্টা যাতে গলা উচু করে বলা যায় , আমরা রাজাকারের বিচার করতে পেরেছি কারন আমরা প্রতিশ্রতি দিয়েছিলাম । সহজ রাজনীতি এই ভন্ড নীতির নেতাদের যতসব কুকাম যা দেশের অর্থ শান্তি আর জনগনের সুখ ধংসের পায়তারা । সরকার এই ইস্যুগুলোতেই ভবিষ্যতে বিরোধী দলে গেলে আন্দোলনের উপায় হিসাবে গ্রহন করবে যা ইতিমধ্যে তারা বার বার করেছে । আজ যদি রাজাকারদের বিচার মুজিব করে যেতেন তবে কি হতো ????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.