আমাদের কথা খুঁজে নিন

   

ফেলানী হত্যায় জোরালো পদক্ষেপ নেয়নি সরকার: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সীমান্তে ফেলানী হত্যার ঘটনায় সরকার জোরালো কোনো পদক্ষেপ নেয়নি।
আজ শনিবার এক আলোচনা সভায় ফখরুল এ অভিযোগ করেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বাধীনতা ও মাহমুদুর রহমান’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘ফেলানী হত্যার ঘটনায় অভিযুক্ত বিএসএফ সদস্যের বেকসুর খালাস হয়েছে। তাদের (ভারতের) জন্য এটাই স্বাভাবিক।

কিন্তু দুঃখ হয়, আমার দেশের সরকার ফেলানীর জন্য কোনো জোরালো পদক্ষেপ নেয়নি। এ সরকার সব সময় নতজানু, যার কারণে সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না। ’
ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুন হত্যা মামলার রায়ে অভিযুক্ত বিএসএস সদস্য অমিয় ঘোষকে গতকাল শুক্রবার নির্দোষ ঘোষণা করা হয়। ২০১১ সালের ৭ জানুয়ারি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয় কিশোরী ফেলানী। গত ১৩ আগস্ট এই বিচারকাজ শুরু হয়।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.