"এই মুখরিত জীবনের চলার বাঁকে ... অজানা হাজার কত কাজের ভীড়ে ... ছোট্ট বেলার শত রঙ করা মুখ ... সুর তোলে আজো এই মনকে ঘিরে"
১. ক্লাসরুমে মাস্টার মশাই প্রবেশ করলেন।
মাস্টার মশাইঃ ছাত্রদের উদ্দেশ্যে বললেন নিমাই আসেনি ক্লাসে?
ছাত্রঃ একজন উঠে বলল- স্যার ওর শরীর খারাপ তাই আজ ক্লাসে আসেনি। কিন্তু স্যার ওর নাম তো নিমাই না বলাই, আপনি ওকে নিমাই বলে ডাকেন কেন?
মাস্টার মশাইঃ ও আমাকে প্রতিদিন নিমপাতা এনে দেয়, তাই ওকে নিমাই বলি।
ছাত্রঃ স্যার আমি যদি আপনাকে প্রতিদিন জাম পাতা এনে দেয় তাহলে কি আমাকে জামাই বলবেন?
২. একজন মহিলা ব্যাংকে গেছেন টাকা তুলতে। টাকাটা তার স্বামী বিদেশ থেকে পাঠিয়েছে। এখন ব্যাংক অফিসার মহিলাকে বললেন আপনি এখানে একটা সিগনেচার করেন। মহিলা বললেন সিগনেচার মানে কি? তখন ব্যাংক অফিসার বলল আপনি আপনার স্বামীর কাছে চিঠি লেখার পর ইতি লিখে যা লিখেন তাই লিখেন। তখন মহিলা লিখছেন ...
ইতি-
তোমার সোহাগের আদরী
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।