আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসা দিবস (১৪ ই ফেব্রুয়ারি) সম্পর্কে কিছু কথা .....

কিছু কিছু মানুষ মাঝে মাঝে খুব অচেনা হয়ে যায় । খুব আপন মানুষ মাঝে মাঝে দূরে চলে যায়। কিছু কথা, কিছু স্মৃতি, মাঝে মাঝে খুব কষ্ট দিয়ে যায় ..... :'( অল্প কিছু নীতির বলব যদিও নীতি কথার দাম নাই। তবু বিধাতা মুখ দিয়েছেন বলে না বলে পারছি না। পড়লে ভাল না পড়লে আরো বেশি ভাল।

কারণ পড়লে আপনার মনুষ্যত্ব কিছুটা হলেও জাগ্রত হবে। কিন্তু আপনি তো নৈতিক জ্ঞান সম্পন্ন মানুষ হতে চান না হিংস্র বর্বর পশু থাকতে চান। শুধু শুধু কি দরকার একদিনের আগ্নেয় ভালবাসার। ১৪ ফেব্রুয়ারি সুপ্ত ভালবাসা জ্বলে উঠবে সত্য মিথ্যা সরলতা ছলনা প্রতারণার লাভা ছড়িয়ে যাবে তরুণ তরুণীদের মাঝে। তারপরের দিন পেপার,ফেসবুক,টিভিতে আলোচনার বিষয় হবেন হয় তো আপনি।

কেন এটা বললাম নিশ্চয় বুঝতে পারছেন…হ্যাঁ আপু আপনাকে বলছি। ছেলেদের কিছু বলব না কারণ কিছু পুরুষ আছে যারা পশুর চেয়েও হিংস্র। তারা আমার আপনার কথা কি ভাববে নিজের মা বাবা সম্মানটা পর্যন্ত দেখে না। আবেগী ও ধনীর ঘরের ললনাদের বলছি প্লিজ আপনারা সাবধান থাকবেন। ১৪তারিখ হতে পারে আপনার জীবনের ভয়ঙ্খর একটি দিন।

এমন কিছু করবেন না যার মুল্য নিজের জীবন দিলেও পূর্রণ হবার নয়। ভাইয়ারা মনে রাখবেন আপনার ছোট্ট পবিত্র বোনটি বড় হবে কয় দিন পর। আপনার মা এখনও বেঁচে আছে। আপনিও একদিন কোন তরুণীর পিতা হবেন সে সময়েও ভালবাসা দিবস থাকবে আল্লাহ জানে হয় তো আপনার পাপের শাস্তি আপনার কন্যাকে দিবে। আপনার চোখের সামনেই এখন আপনি যে বয়সের সে বয়সের কোন ছেলে নষ্ট করে দিতে পারে আপনার মেয়ের জীবন।

আপনি যেমনি কিরে অন্যের মেয়ের জীবন নিয়ে খেলেছেন তার চেয়ে করুন হবে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। কারণ আপনি একটা নষ্ট মানুষ। ঘুমন্ত আগ্নেয়গিরি জেগে গেলে যেমন ভয়াবহ অবস্থার সৃষ্টি হয় তেমনি ভালবাসা দিবসে জেগে উঠা ভালবাসা ধ্বংস করে দিতে পারে আপনার জীবনকে। আবারও বলছি আপুরা দয়া করে ওদিন মা বাবার অবাধ্য হবেন না। বন্ধু আপনার প্রিয় বন্ধুটিকে রক্ষা করার দায়িত্ব আপনাকে দিলাম।

অনেক সময় বন্ধুই বন্ধুর ক্ষতি করে বেশি। মনে রাখবেন আপনার বন্ধুটি আপনার কাছে আমানত স্বরুপ ভুলেও আমানতের খিয়ানত করবেন না। কেউ যদি আমার কথায় কষ্ট পান তবে দুঃখিত। ..... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.