শুক্রবার রাতে (বাংলাদেশ সময় শনিবার ভোরে) লিমায় পেরুর জাতীয় স্টেডিয়ামে ৪৩ মিনিটে সুয়ারেজের সফল পেনাল্টিতে এগিয়ে যায় উরুগুয়ে। এরপর ৬৭ মিনিটে জয়সূচক গোলটি করেন লিভারপুলের এই স্ট্রাইকার।
জোড়া গোল করে বাছাইপর্বে ৯ গোল করা আর্জেন্টিনার স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইনকে ছাড়িয়ে সর্বোচ্চ গোলের তালিকার শীর্ষে উঠে এসেছেন সুয়ারেজ। তার গোলসংখ্যা ১০টি।
৮৪ মিনিটে স্বাগতিকদের পক্ষে একমাত্র গোলটি করেন স্ট্রাইকার জেয়ারসন অগাস্টিন ফারফান।
উরুগুয়ে ছাড়াও শুক্রবার রাতে জয় পেয়েছে কলম্বিয়া, চিলি ও প্যারাগুয়ে। কলম্বিয়া ১-০ গোলে ইকুয়েডরকে, চিলি ৩-০ গোলে ভেনিজুয়েলাকে ও প্যারাগুয়ে ৪-০ গোলে বলিভিয়াকে হারিয়েছে। প্যারাগুয়ের বিপক্ষে হারের ফলে এই অঞ্চলের প্রথম দল হিসেবে বাছাইপর্ব থেকে ছিটকে পড়লো বলিভিয়া।
১৩ ম্যাচ থেকে ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে আছে তারকা স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওয়ের দেশ কলম্বিয়া, তাদেরও পয়েন্ট ২৬।
তবে গোল ব্যবধানে পিছিয়ে তারা।
১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চিলি। আর সমান ১৩ ম্যাচ করে খেলে ২১ ও ১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ইকুয়েডর ও উরুগুয়ে।
বিশ্বকাপের বাছাই পর্বে লাতিন আমেরিকা গ্রুপের পয়েন্ট তালিকা:
দল
খেলা
জয়
ড্র
পরাজয়
গোল পার্থক্য
পয়েন্ট
আর্জেন্টিনা
১৩
৭
৫
১
১৬
২৬
কলম্বিয়া
১৩
৮
২
৩
১৫
২৬
চিলি
১৪
৮
০
৬
৩
২৪
ইকুয়ডের
১৩
৬
৩
৪
৪
২১
উরুগুয়ে
১৩
৫
৪
৪
-২
১৯
ভেনেজুয়েলা
১৪
৪
৪
৬
-৭
১৬
পেরু
১৩
৪
২
৭
-৬
১৪
প্যারাগুয়ে
১৩
৩
২
৮
-১০
১১
বলিভিয়া
১৪
২
৪
৮
-১৩
১০
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।