আমাদের কথা খুঁজে নিন

   

সুয়ারেজের ৪ গোল

ইংলিশ প্রিমিয়ার লিগের এক ম্যাচে একাই চার গোল করেছেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। তার ৪ গোলে লিভারপুল ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে নরউইচ সিটিকে। ৪ গোলের এক একটি ছিল সৌন্দর্যের প্রতীক। খেলার ১৫ মিনিটে সুয়ারেজ প্রথম গোল করেন প্রায় ৪০ গজ দূর থেকে গোলরক্ষককে বোকা বানিয়ে। ২৮ মিনিটে দ্বিতীয় গোল করেন কর্নার থেকে পাওয়া বলে।

৩৪ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এই মেজাজি স্ট্রাইকার। মধ্যমাঠ থেকে বল পেয়ে নরউইচের রক্ষণভাগের খেলোয়াড়দের বোকা বানিয়ে আড়াআড়ি শটে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। ৭৩ মিনিটে ফ্রি কিকে নিজের চতুর্থ গোল করেন সুয়ারেজ। লিভারপুলের পক্ষে আরেকটি গোল করেন রহিম স্ট্যার্লিং এবং নরউইচের পক্ষে একমাত্র গোলটি করেন ব্রাডলি জনসন। এই চার গোল নিয়ে গত চার ম্যাচে নরউইচের বিপক্ষে সুয়ারেজের গোল সংখ্যা ১১টি।

এই বড় জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানেই থাকল অল রেডসরা।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।