গত মৌসুমে চেলসির ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচের হাত কামড়ে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ হন সুয়ারেজ। নিষেধাজ্ঞা শেষে গত সপ্তাহে ইংলিশ লিগ কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেললেও গোলের দেখা পাননি।
তবে সান্ডারল্যান্ড সফরে এই খামখেয়ালি স্ট্রাইকারই লিভারপুলের জয়ের নায়ক।
২৮ মিনিটে ইংল্যান্ডের অন্যতম জনপ্রিয় দলকে এগিয়ে দেয়ার কৃতিত্ব অবশ্য ফরোয়ার্ড ড্যানিয়েল স্টারিজের। ৮ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেজ।
মাত্র এক পয়েন্ট নিয়ে লিগের সবচেয়ে নিচে থাকা সান্ডারল্যান্ড ৫২ মিনিটে ইতালিয়ান ফরোয়ার্ড ইমানুয়েলে জাক্কেরিনির সৌজন্যে একটি গোল ফিরিয়ে দিয়েছিল।
কিন্তু ৮৯ মিনিটে সুয়ারেজের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত হয়ে যায় লিভারপুলের।
এই জয়ে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করা লিভারপুলের অবস্থান দ্বিতীয়। টটেনহ্যাম হটস্পারেরও ১৩ পয়েন্ট, দুই দলের গোল গড়ও সমান, তবে বেশি গোল করেছে লিভারপুল।
১৫ পয়েন্ট নিয়ে আর্সেনাল লিগের শীর্ষে।
চেলসি ও সাউথহ্যাম্পটনের পয়েন্ট ১১, তবে শ্রেয়তর গোল গড় চেলসিকে রেখেছে চতুর্থ স্থানে।
গতবারের রানার্স-আপ ম্যানচেস্টার সিটি ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ এবং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড ৭ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে।
রোববার ইপিএলের অন্য ম্যাচে স্টোক সিটির মাঠে ১-০ গোলের জয় পেয়েছে নরউইচ সিটি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।