আমাদের কথা খুঁজে নিন

   

একটু রহম করেন (রিকোয়েস্ট পোস্ট)

"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার

অন্য ব্লগে এ কারণে যাই না কারণ এ ব্লগটাকে ভালবাসি আর এখানে ঝামেলা অনেক কম সহজেই যে কেউ নতুন হলেও বুঝে উঠতে পারে। খুব সহজেই কাউকে খুজে পাওয়া যায়, কে কে লগইন করা এটার জন্য একটা চোখ বুলানোই যথেষ্ট ছিল। এখন সেটাকে বদলে যেটা করা হয়েছে তার একটা চোখ বুলানো কেন, ৫মিনিট খুজেও পাওয়া যায় না কে কে আছে!! মাঝে মাঝে নিজের ছবিই খুজে পাই না। তারপর ৭০/৮০ জনের ছবি খুবই বিরক্তিকর লাগে। নাম ছিল এতদিন এটাতে কি এমন সমস্যা ছিল তা আমি এখনও বুঝতে পারি নাই বুঝ কম আমার মনে হয়।

আবার কিছু লোকের ছবি নাই, কিছু লোক একই ছবি ব্যবহার করেন। দেখলাম কিছু লোক নিজের প্রোফাইলে এখন নাম লিখে ছবির পরিবর্তে ব্যবহার করছেন। আমি প্রথম থেকে একটা ছবিই প্রৌফাইলে ব্যবহার করছি, খুব প্রিয় ছবি তা না তবে মায়া পড়ে গেছে আমার এই প্রোফাইলের ছবিটার উপর। আমি জানি এই সমস্যাটার কথা অনেকেই ইতিমধ্যে বলেছেন কিন্তু কর্তৃপক্ষ শোনেন নি তারপরও আমি দিলাম ছিচকাদুনি এই পোস্ট। একটু রহম করেন আগের মত ঠিক করে দিন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.