আমাদের কথা খুঁজে নিন

   

গীতা পাসি : একজন ভীরু ডিপ্লোম্যাটের নাম

যা তুমি আগামিকাল করতে পার, তা কখনো আজ করতে গিয়ে ভজঘট পাকাবে না...

বিউটি আপা চলে যাবার পর বাংলাদেশে অ্যাসিস্টেন্ট কোতোয়াল হিসেবে দায়ীত্ব পালন করে গীতা পাসি। একদিকে তিনি ইনডিয়ান বংশোদ্ভুত অপরদিকে আমেরিকার নাগরিক। ইনডিয়ার রয়েছে গৌরবোজ্জল ইতিহাস ও বীরত্ব গাঁথা, অপরদিকে বর্তমান দুনিয়ার আমেরিকার বীরত্ব সম্পর্কে কমবেশি সবাই জানেন। নেহাত আম-জনতার একজন হিসেবে আশা করেছিলাম গীতা ম্যাডামও বুঝি বেশ সাহসীই হবেন। কিন্তু সম্প্রতি কিছু সাক্ষাতের ছবি দেখে আমি হতাশ হলাম। ড্রেস বিষয়ে আর সবার সঙ্গে, এমনকি জামাতের সঙ্গে সাহস দেখাতে পারলেও তিনি এরশাদ কাকুর কাছে সাহস দেখাইতে পারেন নাই। কাকুর মতো আমিও যারপরনাই হতাশ হইছি। দেখেন ছবিগুলা- আওয়ামী লীগের সঙ্গে মিটিং বিএনপির সঙ্গে মিটিং স্পিকারের সঙ্গে মিটিং জামাতের সঙ্গে মিটিং (মুজাহিদ সাহেবের নজর দেইখা মাইন্ড কইরেন না) এবার দেখেন এরশাদের সঙ্গে মিটিং তুই আর সবার সামনে পারলি, আর এরশাদ কাকুর সামনে স্কার্ট পড়ার সাহস করতে পারলি না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।