আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীন ফোন কাস্টোমার কেয়ারের সেই কমপ্লেইন এপ্লিকেশনটি এবং তারপর

(¯`·._ Welcome to last blog _.·´¯)
এই Complain Application নিয়ে সামহোয়ারে অনেক লেখা লেখি হয়েছল। কিন্ত পরবর্তীতে আর কোন খবর পাওয়া যায়নি। কমপ্লেইনটি ছিল বরগুনার। আর বরিশাল বিভাগের মেইন কাস্টোমার কেয়ার অফিস বরিশাল শহরে। তাই আমি একটু খোজ-খবর করেছিলাম।

ঘটনাক্রমে এই চিঠিটি স্ক্যান করেছে তাকে আমি চিনে ফেলি। যেদিন সে এটি স্ক্যান করে তার এক দিনের মাথায় এই চিঠিটি সামহোয়ার ছাড়াও ইয়াহু গ্রুপে ছড়িয়ে পরে। (আমি নিজে প্রথম এটি পেয়েছিলাম আমেরিকায় থাকে এমন এক ফ্রেন্ডের কাছ থেকে)। এই চিঠি নিয়ে গ্রামীন ফোন বরিশাল অফিসে বেশ তোলপাড় হয়। যে এটি স্ক্যান করে তাকে দোষী করা হয় এবং তাকে কারন দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

তাকে ৭২ ঘন্টার সময় দেয়া হয় পদত্যাগের। অথবা তাকে স্যাক করা হবে বলে জানানো হয়। ফলাফল : তার পদত্যাগ। সেদিন আমার সাথে সেই ছেলেটির দেখা। আমি জানতে চাইলাম তার জব ক্যামন চলছে? সে উত্তর দিল ওই জবটা সে ছেড়ে দিছে।

কারন হলো প্রচুর খাটুনি কিন্তু বেতন কম....... আমি যে ব্যাপারটা জানি তা আর তাকে জানালাম না.........
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.