আমাদের কথা খুঁজে নিন

   

জারিফের বাবার মেইল : আপডেট ২

যা তুমি আগামিকাল করতে পার, তা কখনো আজ করতে গিয়ে ভজঘট পাকাবে না...

৬০ দিন পর হয়ে গেছে জারিফের বোন ম্যারো/স্টেম সেল ট্রান্সপ্লান্ট করার পর। ডাক্তাররা অন্তত ১০০ দিন পার না হলে এ ধরনের কোনো পেশেন্টকে হসপিটালের বাইরে নেয়ার অনুমতি দেন না। আগামি ১৪ অক্টোবর ৯০ দিন পার হবে। বিশ্বের অন্যান্য স্থানে এ ধরনের পেশেন্টকে অপারেশনের পর অন্তত ৬ মাস হসপিটালে থাকতে হয়। কিন্তু সিএমসির শত শত সীমাবদ্ধতা আছে, তারা চাইলেও ৬ মাস রাখতে পারবে না।

জারিফের ব্লাড কাউন্ট (রক্ত কণিকার সংখ্যা) ওঠানামা করছে, ডাক্তাররা বলছেন এমনটা হবেই, কিন্তু আমার মনের গভীরে ভয় আর কাটে না। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তাকে রক্ত কণিকা দেয়া হয়েছে দুই বার। গ্যাপ ছিল ৬-৭ দিনের। ১২ তারিখে দেখা গেল ওর ব্লাড কাউন্ট বাড়ছে। হয়তো রক্ত কণিকা দেয়ার জন্যই।

এদিকে Cyclosporine নামে একটি ওষুধের ডোজ কমিয়ে দেয়া হয়েছে। এ ওষুধটি হলো এক ধরণের প্রতিরোধ ক্ষমতা বর্ধক। কিন্তু এ ওষুধটি আবার সমস্যা করে কিডনিতে। ফলে ডোজ কমিয়ে দেয়াতে কিডনি হয়তো একটু রিলিফ পাবে কিন্তু রক্ত কণিকার সংখ্যা কমে যেতে পারে। এ পরিস্থিতিতে খুব সতর্কভাবে ওষুধের পরিমান সেট করতে হবে দুদিকেই ব্যালান্স রেখে।

একই সতর্কতা মেনে চলতে হবে পুরো ট্রিটমেন্ট প্ল্যানের মধ্যেই। ১৯ তারিখে রক্ত কণিকার সংখ্যা আবার আশঙ্কাজনক ভাবে কমে যায়। সে সময় কেবল প্লাটিলেট সংখ্যা ভালো ছিল। হিমোগ্লোবিন ১০.৬ থেকে কমে ৮.৬-এ নেমে গেছে। আজ ২২ তারিখে ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে, রক্ত কণিকা কমে গেলে আজ হয়তো আবার কণিকা দেয়া হতে পারে।

এখন শ্বেত কণিকা রয়েছে ৩৭০০। ডাক্তাররা বলছেন অপরেশনরের পর ৬ মাস পর্যন্ত রক্ত কণিকার এমন ওঠা-নামা চলতেই থাকবে। আর ২ বছরের আগে নিশ্চিত করে কিছুই বলা যাবে না। আগামি অন্তত ১ বছর জারিফকে প্রতি ৩ মাসে একবার এখানে এনে ডাক্তারদের দেখিয়ে নিতে হবে। মাঝেমধ্যে জারিফের বমি ভাব হচ্ছে, হয়েছেও কখনো কখনো।

ছেলেটা রোগের সঙ্গে যুদ্ধ করে কখনো কখনো ক্লান্ত হয়ে যায়। বেশ কয়েকটি লক্ষণ বলছে আবারো ওকে কণিকা দিতে হবে। তবে সর্বশক্তিমানের অপার আশীর্বাদে জারিফ এখনো যথেষ্ট আত্মবিশ্বাসী। এমনকি ছোটবোন জিয়ানের সঙ্গে মাঝেমধ্যে খুনসুটি করতেও দেখা যায়। অবশ্য এটি শুরু করে জিয়ানই।

এখন পর্যন্ত ভালো খবর হচ্ছে, ওর প্লাটিলেট কাউন্ট কমছে না, বরং একটি নির্দিষ্ট হারে বাড়ছে। এখন এটি ১,২০,০০০ পর্যন্ত এসেছে। আল্লাহই জানেন জারিফ কতো দিনে দেশে ফেরর মতো স্টেবল হবে। প্লিজ ওর জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন। আমি নিজেও অনেকটা ক্লান্ত।

পিঠের ব্যথা আবারো বেড়েছে। আমাকে এ হসপিটালেই ফিজিও থেরাপি নিতে হচ্ছে। হয়তো ১ সপ্তাহে আমি ঠিক হয়ে উঠব। আল্লাহ সহায় হলে আমি দ্রুতই যোগাযোগ করব, ততোদিন পর্যন্ত খোদা হাফেজ। .................................................................................................. আগের পোস্ট প্রথম পাতায় স্টিকি করা আছে পড়তে চাইলে Click This Link এর আগের আপডেট পেতে Click This Link


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।