আমাদের কথা খুঁজে নিন

   

জারিফের জন্য এগিয়ে এসেছে চারুকলার ছাত্র-ছাত্রীরা

যা তুমি আগামিকাল করতে পার, তা কখনো আজ করতে গিয়ে ভজঘট পাকাবে না...

অন্ধকার নয় পুরো পৃথিবী। আশার আলো ঠিকই ঢুকে পরে মানবতার আকর্ষণ এড়াতে না পেরে। এই মাত্র খবর পাওয়া গেল চারু্নকলা ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীরা জারিফের চিকিৎসার জন্য নিজেদের আঁকা ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে। স্থান ঠিক হয়েছে আলিয়ঁস ফ্রসেজ। ওদের গ্যালারিতে এ মুহূর্তে প্রদর্শনী করা যাচ্ছে না।

তাতে কী? আলিয়স তাদের ক্যাফে ছেড়ে দিয়েছে প্রদর্শনীর জন্য। ঝটপট আজই শুরম্ন করা হয়েছে প্রদর্শনী। চলবে আগামী ২২ জুন পর্যন্ত। এখান থেকে ছবি বিক্রীর পুরো টাকা চলে যাবে জারিফের চিকিৎসার ফান্ডে। এর আগের পোস্ট, যেটি স্টিকি করা হয়েছে, সেটি লিখেছিলাম আকণ্ঠ হতাশায় ডুবে।

এখন মনে হচ্ছে হতাশার বানের পানি হয়তো নেমে যাবে। প্লিজ, আপনারা খবরটি জানিয়ে দিন বন্ধুদের, তারা জানাবে তাদের বন্ধুদের। জারিফের জন্য প্রতর্শনী চলছে- স্থানঃ আলিয়স ফ্রসেজ -এর ক্যাফে লা ভেরান্দা সময়ঃ সকাল ৯টা থেকে ১২টা ও বিকাল ৫টা থেকে রাত ৯টা

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।